৩৫এ ধারার উপর অহেতুক হস্তক্ষেপ করলে জ্বলবে কাশ্মীর, হুঁশিয়ারি দিল বিচ্ছিন্নতাবাদী দলগুলি

Last Updated:
#শ্রীনগর: ৬ অগস্ট সংবিধানের ৩৫এ ধারাটির বৈধতা বিষয়ে শুনানি করবে সুপ্রিম কোর্ট । আর তারই জেরে ৫ ও ৬ অগস্ট কাশ্মীর বনধের ডাক দিল রাজনৈতিক দল ও বিচ্ছিন্নতাবাদী নেতারা ।
আইনের নাম করে সংবিধানের ৩৫এ ধারার উপর অহেতুক হস্তক্ষেপ হলে কাশ্মীরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি । ৩৫এ ধারার যৌক্তিকতাকে বিতর্ক চলছে দীর্ঘকাল ও সেই বিষয়টিই খতিয়ে দেখবে শীর্ষ আদালত । বিচ্ছিন্নতাবাদী দলগুলির মত কোনও কারণ ছাড়া উপত্যকার সার্বভৌমত্ব নষ্ট করলে তাঁরাও চুপ থাকবেন না । রবিবার একটি সাংবাদিক সম্মেলনে তাঁরা জানিয়েছেন, বিজেপি ও আরএসএস অনেকদিন থেকেই কাশ্মীরের জনতাত্ত্বিক অবস্থাকে নষ্ট করে ফেলতে চাইছে । সুপ্রিম কোর্টে এই বিষয়ে বৈধতা নিয়ে প্রশ্ন তোলা সেই পরিকল্পনারই অংশ। পিডিপি-বিজেপি জোট থাকাকালীনও এই ধারাটিকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মেহবুবা মুফতি । জোট ভাঙনের পর কাশ্মীরের সব রাজনৈতিক দলই আশঙ্কা প্রকাশ করেছিল যে এই ধারাটির উপর সবরকম হস্তক্ষেপ করবে কেন্দ্র ।
advertisement
পিডিপি প্রেসিডেন্ট মেহবুবা মুফতিও কাশ্মীরের সব রাজনৈতিক দল ও বিচ্ছিন্নতাবাদী নেতাদের কাছে ৩৫এ ধারা ও ৩৭০ধারা রক্ষা করার জন্য আবেদন জানিয়েছেন । কংগ্রেস নেতা তারিক হামিদ কারা জানিয়েছেন ৩৫এ নিয়ে কোনও পরিবর্তন এলে জ্বলে উঠবে কাশ্মীর । দরকার পড়লে 'জেল ভরো' আন্দোলনও করবেন তাঁরা ।
advertisement
কী এই ৩৫এ ধারা ? 
সংবিধানের এই নির্দিষ্ট ধারা অনুযায়ী নাগরিকত্ব বিষয়ক বিশেষ অধিকার পেয়ে থাকে জম্মু-কাশ্মীর । এই ধারা অনুযায়ী উপত্যকার বাসিন্দাদের বিশেষ সুযোগ সুবিধাও দিতে পারে কাশ্মীরের আইনসভা । ১৯৪৫ সালে সংবিধানে যুক্ত হয়েছিল এই ধারা । ৩৭০ ধারা অনু্যায়ীও বিশেষ রাজ্যের সুবিধা পেয়ে থাকে কাশ্মীর । কিন্তু এই ৩৫এ ধারা অনুযায়ী ভারতের অন্য কোনও রাজ্যের বাসিন্দারা কাশ্মীরে কোনও স্থাবর সম্পত্তির মালিকা হতে পারবেন না অথবা স্থায়ীভাবে বসবাসও করতে পারবেন না । কারা হবেন কাশ্মীরের স্থায়ী বাসিন্দা সেই বিষয়টিও নির্ধারণ করে এই ধারা ।
বাংলা খবর/ খবর/দেশ/
৩৫এ ধারার উপর অহেতুক হস্তক্ষেপ করলে জ্বলবে কাশ্মীর, হুঁশিয়ারি দিল বিচ্ছিন্নতাবাদী দলগুলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement