কাশ্মীরে জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যুমিছিল! শোক প্রকাশ করে মমতা বললেন 'হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা হোক'!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee On Kashmir Terrorist Attack: কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৭ পর্যটকের মৃত্যু! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে কী বার্তা দিলেন?
কাশ্মীরঃ পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ গেল ২৭ পর্যটকের। মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আহত বেশ কয়েকজন। ঘটনায় গভীর ভাবে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে X হ্যান্ডেলে লেখেন, ” জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের পহেলগাম অঞ্চলে নৃশংস সন্ত্রাসী হামলায় আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই হিংসা সম্পূর্ণরূপে নিন্দনীয় এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। হামলাকারীরা যেন কোনও ভাবেই ছাড়া না পায়।”
advertisement
I am deeply anguished by the brutal terrorist attack in the Pahalgam region of Anantnag, Jammu & Kashmir.
My heartfelt condolences to the families of those who lost their lives, and prayers for the swift recovery of the injured.
This act of violence is utterly reprehensible and…
— Mamata Banerjee (@MamataOfficial) April 22, 2025
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী, লস্কর-ই-তৈয়বা নামে একটি জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। এই হামলা পর্যটকদের ওপর লক্ষ্য করে চালানো হয়েছিল, যা কাশ্মীরের শান্তিপূর্ণ পরিবেশকে একেবারে চরমভাবে আঘাত করেছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
advertisement
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বেশ কয়েক জন পর্যটক ট্রেকিং করছিলেন। সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে খবর, পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। এই ঘটনার পরই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে তিন জন স্থানীয় এবং তিন জন রাজস্থানের।
advertisement
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, ‘আমি মর্মাহত। আমাদের দর্শনার্থীদের উপর এই আক্রমণ খুবই খারাপ কাজ। এই হামলার অপরাধীরা অমানবিক। নিন্দার কোনও শব্দই যথেষ্ট নয়। আমি নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 22, 2025 8:34 PM IST