#শ্রীনগর: জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টির জেরে স্থগিত হয়েছে অমরনাথ যাত্রা ।শুক্রবারেই পহেলগাঁও ও বাল্টাল-দুটি রুটে একাধিকবার ধস নামার কারণে বন্ধ রাখা হয়েছে তীর্থযাত্রা। এবার নিরাপত্তার কারণে কাশ্মীর ডিভিশনের সবকটি স্কুলও বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জম্মু-কাশ্মীর সরকার।
প্রচন্ড বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় একাধিকবার ধস নামে, যার ফলে অচল হয়ে পড়েছে হাইওয়েগুলি । বৃহস্পতিবার অন্তত দু’লাখ তীর্থযাত্রী অমরনাথের দিকে যাত্রা করেছিলেন ৷ কিন্তু আবহাওয়ার অবনতি হওয়ায় তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন ৷ পাশপাশি, রাস্তার অবস্থা বিপজ্জনক হয়ে যাওয়ায় দু’টি বেস ক্যাম্প থেকে যাত্রীদের আর অগ্রসর হতে দেওয়া হয়নি।
The #AmarnathYatra to the cave shrine in south #Kashmir was on Friday suspended from the #Baltal route due to multiple landslides en route caused by heavy rainfall in the #Valley over the past two days. pic.twitter.com/RNCyK4q221
— NooriBadat (@NooriBadat) June 29, 2018
দক্ষিণ কাশ্মীরে অনন্তনাগে ঝিলাম নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে ৷ ছাপিয়ে গিয়েছে ২১ ফুটের সীমারেখাও ৷ ফলে জারি হয়েছে সতর্কতা । যদিও আবহাওয়া দপ্তরের তরফ থেকে সোনম লোটাস জানান, দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে ।
আরও পড়ুন : টানা বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্স, থমকে জনজীবন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amarnath, Flood, Jammu And Kashmir, Landslide