টানা বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্স, থমকে জনজীবন

Last Updated:

বর্ষার খামখেয়ালির মাশুল গুনছে উত্তরবঙ্গ ৷ এক টানা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা ডুয়ার্স ৷ পাহাড়েও নাগাড়ে চলছে বৃষ্টি ৷ এদিকে দক্ষিণবঙ্গ এখনও খটখটে ৷ দু-এক পশলা শুরু হলেও বিক্ষিপ্ত সেই বৃষ্টিতে তেমন মন ভরছে না দক্ষিণবাসীর ৷

#জলপাইগুড়ি: বর্ষার খামখেয়ালির মাশুল গুনছে উত্তরবঙ্গ ৷ এক টানা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা ডুয়ার্স ৷ পাহাড়েও নাগাড়ে চলছে বৃষ্টি ৷ এদিকে দক্ষিণবঙ্গ এখনও খটখটে ৷ দু-এক পশলা শুরু হলেও বিক্ষিপ্ত সেই বৃষ্টিতে তেমন মন ভরছে না দক্ষিণবাসীর ৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করলেও তা যথেষ্ট দুর্বল ৷ ফলে এখনও বৃষ্টির সম্ভাবনা তেমন জোরদার নয় ৷ হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির হলেও বাড়বে তাপমাত্রা ৷ জারি থাকে আর্দ্রতাজনিত অস্বস্তিও ৷
এদিকে ডুয়ার্সের একটানা বৃষ্টিতে আতঙ্কিত উত্তরবঙ্গ ৷ বিভিন্ন নদীতে জল বইছে বিপদসীমার উপর দিয়ে ৷ একাধিক এলাকা জলমগ্ন ৷ টানা বৃষ্টি হচ্ছে ভুটান পাহাড় ও ধূপগুড়িতে ৷ ফলে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন ৷
advertisement
রাতভর বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে জলপাইগুড়ির বেশিরভাগ এলাকা ৷ জলমগ্ন জলপাইগুড়ির একাধিক গ্রাম ৷ গ্লান্ডি, ডুডুয়া, জলঢাকা নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে ৷ আংড়াভাষা, বুড়িতোর্সা নদীতেও জল বইছে বিপদসীমার উপর দিয়ে ৷ বহু বাড়ির ভিতরে জলের স্রোত বইছে ৷ জল ডিঙিয়ে পারাপার করছেন বাসিন্দারা ৷ ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়েছে বহু গাছ ৷ ফলে বিদ্যুতের খুঁটি উপরে গিয়েছে বহু জায়গায় ৷ জলযন্ত্রণায় নাজেহাল স্থানীয়রা ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
টানা বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্স, থমকে জনজীবন
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement