Kashmir Attack: কাশ্মীরে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা! শহিদ জওয়ান, ভোটের মাঝেই ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

Kashmir Attack: বায়ুসেনার তরফে জানানো হয়েছে, দুই পক্ষের গুলির লড়াইতে ১ জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।

কাশ্মীরে জঙ্গি হামলা
কাশ্মীরে জঙ্গি হামলা
কাশ্মীর: জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা। আর এই ঘটনা ঘিরে নতুন করে শনিবার চাঞ্চল্য তৈরি হয়েছে ভূস্বর্গে। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা ৬ টা নাগাদ এই হামলা চলে। এলাকার সুরানকোটের সানাইগ্রামে এই হামলা চলে বায়ুসেনার কনভয়ে। বায়ুসেনার গাড়িতে জঙ্গিরা গুলি করতেই তাদের পাল্টা গুলি করতে থাকেন বায়ুসেনার জওয়ানরাও।
বায়ুসেনার তরফে জানানো হয়েছে, দুই পক্ষের গুলির লড়াইতে ১ জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। ওই ঘটনার পরেই গোটা এলাকায় সার্চ অপারেশন শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
advertisement
সেনা সূত্রের খবর, পুঞ্চ জেলার সুরানকোট এলাকায় সানাই টপ-এর দিকে যাচ্ছিল বায়ুসেনার একটি কনভয়। সেই সময়েই হামলা চালায় জঙ্গিরা। সূত্রের খবর, ওই জঙ্গি হামলায় এক সেনার মৃত্যু হয়েছে। ১ জন গুরুতর ভাবে জখম হয়েছেন। আরও তিনজনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বায়ুসেনার কনভয় ঘিরে ধরে গুলি চালিয়েছে জঙ্গিরা, এমনটাই অভিযোগ। এই হামলায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
ইতিমধ্যে রাষ্ট্রীয় রাইফেলস গোটা এলাকা ঘিরে ফেলেছে। শুরু হয়ে গিয়েছে এলাকা জুড়ে জঙ্গিদের খোঁজ। রাতের অন্ধকারে এই অতর্কিত হামলায় মোট কতজন জঙ্গি সামিল ছিল, তার তদন্ত চলছে। ইতিমধ্যেই জোর তল্লাশি শুরু হয়েছে। দেশে ভোটের মাঝে এই জঙ্গি হামলা নিঃসন্দেহে ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বায়ুসেনা জানিয়েছে, আহত হওয়ার পর ৫ বায়ুসেনা কর্মীকে সবচেয়ে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir Attack: কাশ্মীরে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা! শহিদ জওয়ান, ভোটের মাঝেই ভয়ঙ্কর ঘটনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement