SSC: প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, SSC নিয়ে বড় পদক্ষেপ রাজ্য বিজেপির! বেছে নেওয়া হল ৬ জনকে

Last Updated:

SSC: যে কোনও যোগ্য চাকরিহারাদের আইনি সহায়তা দেবে এই কমিটি।

মোদির কথায় লিগ্যাল সেল
মোদির কথায় লিগ্যাল সেল
কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা মতো এবার ‘যোগ্য’ এসএসসি প্রার্থীদের পাশে দাঁড়াতে আইনি কমিটি গঠন করল বিজেপি। এসএসসি যোগ্য চাকরিহারাদের আইনি সাহায্য দেওয়ার জন্যই এই কমিটি গড়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। ৬ আইনজীবীকে নিয়ে এই লিগ্যাল অ্যাসিস্টান্স কমিটি গঠন করা হয়েছে প্রধানমন্ত্রী ঘোষণার পরপরই। যে কোনও যোগ্য চাকরিহারাদের আইনি সহায়তা দেবে এই কমিটি।
এই কমিটিতে আছেন আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়, আইনজীবী সহশ্রাংশু ভট্টাচার্য, আইনজীবী সুকান্ত চক্রবর্তী, আইনজীবী তিলক মিত্র, আইনজীবী কৌস্তভ দাস ও আইনজীবী রাহুল সরকার।
advertisement
প্রসঙ্গত, দিন দুই আগেই পূর্ব বর্ধমানের জনসভা থেকে নরেন্দ্র মোদি আশ্বাস দেন, ‘‘শিক্ষক দুর্নীতিতে অনেক নির্দোষও আছেন। তার মধ্যে যাঁরা চাকরির যোগ্য। আমরা নেক-ইমানদার লোকদের কীভাবে সাহায্য করতে পারি তার জন্য একটি লিগাল সেল এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম তৈরি করব।’’
advertisement
মোদির কথায়, ‘‘বিজেপি ইমানদারদের সঙ্গে দাঁড়িয়ে থাকবে। ইমানদার শিক্ষকদের চাকরি যাতে পায়, তার জন্য লড়াই করবে বিজেপি। যাঁরা ইমানদার তাঁদের ন্যায় দিতে রাজ্য বিজেপি লড়বে। এটা মোদির গ্যারান্টি৷’’ এরপরই আইনজীবীদের নিয়ে কমিটি গঠন করল রাজ্য বিজেপি।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
SSC: প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, SSC নিয়ে বড় পদক্ষেপ রাজ্য বিজেপির! বেছে নেওয়া হল ৬ জনকে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement