Kunal Ghosh: কুণালের বিদ্রোহে বিপদ, সমঝোতার পথে তৃণমূল! বৈঠক শেষে গান গাইলেন তৃণমূল নেতা

Last Updated:

গত বুধবার উত্তর কলকাতায় একটি রক্তদান শিবিরে একই সময়ে হাজির হন কুণাল ঘোষ এবং বিজেপি প্রার্থী তাপস রায়৷ একই মঞ্চ থেকে তাপসের ভূয়সী প্রশংসা করেন কুণাল৷

কুণাল ঘোষ (Photo: Kunal Ghosh/ Facebook)
কুণাল ঘোষ (Photo: Kunal Ghosh/ Facebook)
কুণাল ঘোষের মানভঞ্জনে তৎপর হল তৃণমূল কংগ্রেস৷  দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের পরই আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছিলেন কুণাল৷ যা লোকসভা নির্বাচনের মধ্যে তৃণমূলের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছিল৷ শেষ পর্যন্ত কুণালকে বোঝাতে এ দিন তাঁর সঙ্গে আলোচনায় বসেন দলের সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷
এ দিন দক্ষিণ কলকাতায় ডেরেক ও ব্রায়েনের বাড়িতে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন তিন নেতা৷ বৈঠক শেষে কুণাল বলেন, ‘বার বার বলেছি, তৃণমূলে ছিলাম আছি, থাকব৷ তৃণমূলের পরিবারে আমার পদ থাক না থাক আমি কর্মী সমর্থক হিসেবেই দলে থাকব৷ ব্রাত্য বসুর সঙ্গে ডেরেক ও ব্রায়েনের কাছে এসেছিলাম৷ কিছু কথা হয়েছে৷ আমি সেসব বাইরে বলব না৷ তবে তৃণমূলে ছিলাম, তৃণমূলেই থাকব৷ আমি তৃণমূল পরিবারের গর্বিত সদস্য৷ আশা করি দলও ভালবেসে, স্নেহ করে আমার উপরে আস্থা রাখবে৷’
advertisement
তাঁর ক্ষোভ মিটেছে কি না প্রশ্ন করলে ইঙ্গিতপূর্ণ ভাবে ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ গানটি গেয়ে ওঠেন কুণাল৷
advertisement
তবে দলের মধ্যস্থতার প্রস্তাবে প্রথমে কুণাল সাড়া দেননি বলেই খবর৷ তৃণমূল সূত্রের খবর, এ দিন প্রথমে ডেরেক ও ব্রায়েন কুণালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন৷ প্রসঙ্গত, ডেরেকই বিবৃতি দিয়ে কুণালকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন৷ ডেরেকের বার্তায় কুণাল সাড়া না দেওয়ায় এর পর কুণালের কাছে পাঠানো হয় দলের ভিতরে তাঁর বন্ধু হিসেবে পরিচিত ব্রাত্য বসুকে৷
advertisement
দলের পক্ষ থেকে দায়িত্ব পাওয়ার পরই এ দিন সকালে উত্তর কলকাতায় কুণালের বাড়িতে পৌঁছন ব্রাত্য৷ এর পর সেখান থেকেই কুণালকে সঙ্গে নিয়ে দক্ষিণ কলকাতার একটি জায়গায় নিয়ে গিয়ে ডেরেক ও ব্রায়েনের সঙ্গে বৈঠকে বসেন দু জন৷ সূত্রের খবর, দলেরক আরও এক শীর্ষ নেতার এই বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে৷
প্রসঙ্গত, গত বুধবার উত্তর কলকাতায় একটি রক্তদান শিবিরে একই সময়ে হাজির হন কুণাল ঘোষ এবং বিজেপি প্রার্থী তাপস রায়৷ একই মঞ্চ থেকে তাপসের ভূয়সী প্রশংসা করেন কুণাল৷ এর কিছুক্ষণ পর, কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন কুণাল৷
advertisement
ওই দিন বিকেলেই কুণালকে দলের রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল৷ এর পর তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকেও কুণালের নাম বাদ দেওয়া হয়৷ পাল্টা কুণালও তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলে শাসক দলের অস্বস্তি বাড়াতে থাকেন৷ দলে তাঁর অবদান মনে করিয়ে দেওয়ার পাশাপাশি নাম না করে নেতাদের একাংশকে আক্রমণ করেন তিনি৷ পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে জড়িত ছিলেন এবং দল তা জানত বলেও সংবাদমাধ্যমে মন্তব্য করেন তিনি৷ এই পরিস্থিতিতে তৃণমূল কুণালের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবে কি না, তা নিয়ে চর্চাও শুরু হয়৷
advertisement
তবে সূত্রের খবর, কুণালের সঙ্গে দলের এই সংঘাতে ইতি টানতে উদ্যেগী হন তৃণমূলের এক শীর্ষ নেতা৷ তার পরই সংঘাতের পথ থেকে সরে এসে কুণালের সঙ্গে সমঝোতার রাস্তায় হাঁটল তৃণমূল৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Kunal Ghosh: কুণালের বিদ্রোহে বিপদ, সমঝোতার পথে তৃণমূল! বৈঠক শেষে গান গাইলেন তৃণমূল নেতা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement