Viral: শিক্ষামূলক ভ্রমণে শিক্ষিকা-ছাত্রের আপত্তিজনক ছবি ভাইরাল! তার পর কী হল, জানুন
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Viral: ছবিতে দেখা যাচ্ছে অভিযুক্ত শিক্ষিকা কিশোর ছাত্রকে জড়িয়ে ধরে চুম্বন করছে। এমনকী, শিক্ষিকাকে জাপটে ধরে কোলেও তুলে নিতে দেখা গিয়েছে তাকে
দশম শ্রেণীর ছাত্রের সঙ্গে শিক্ষিকার ঘনিষ্ঠ ও আপত্তিজনক ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এই কাণ্ডে অভিযুক্ত পুষ্পলতা আর হলেন মুরুগামাল্লা গ্রামের সরকারি হাই স্কুলের প্রধানশিক্ষিকা। চিকমাগালুরে এক শিক্ষামূলক ভ্রমণে গিয়ে ওই ফোটোশ্যুট করা হয় বলে অভিযোগ। ছবিতে দেখা যাচ্ছে অভিযুক্ত শিক্ষিকা ওই কিশোর ছাত্রকে জড়িয়ে ধরে চুম্বন করছে। এমনকী, শিক্ষিকাকে জাপটে ধরে কোলেও তুলে নিতে দেখা গিয়েছে ওই ছাত্রকে।
ভাইরাল ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে এক নেটিজেন লিখেছেন, ‘‘সমাজ কোন দিকে এগোচ্ছে? কর্নাটকের মুরুগামাল্লা চিক্কাবল্লাপুর জেলার এক সরকারি স্কুলের শিক্ষিকার সঙ্গে দশম শ্রেণীর ছাত্রের ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে!’’
advertisement
প্রসঙ্গত ঘটনার জেরে চরম ক্ষুব্ধ অভিভাবকরা। তাঁরা ব্লক এডুকেশন অফিসারের কাছে কঠোর তদন্ত চেয়ে আবেদন করেছেন। সোশ্যাল মিডিয়াতেও চরম নিন্দিত ওই শিক্ষিকা। তাঁর কঠোর শাস্তির দাবিতে সোচ্চার নেটিজেনরা। তবে এর মধ্যেই আছে অন্য সুরও। কারওর দাবি, ওই ফোটোশ্যুটে আপত্তিজনক কিছু নেই। তবে শাস্তি হলে দু’জনেরই হওয়া উচিত।
advertisement
Where are we heading as a society ?
Pictures and videos from a romantic photoshoot of a government school teacher with a Class 10 student in Karnataka’s Murugamalla Chikkaballapur district, went viral, following which the student’s parents filed complaint with the Block… pic.twitter.com/WviIHtOP3J
— Amit Singh Rajawat (@satya_AmitSingh) December 28, 2023
advertisement
আপত্তিজনক ছবি ঘিরে অভিযোগের ভিত্তিতে ব্লকের শিক্ষাবিষয়ক আধিকারিক ভি উমাদেবী ওই স্কুল পরিদর্শন করেন। তাঁর তদন্তের সাপেক্ষে সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত শিক্ষিকাকে। চিক্কাবল্লপুর জেলার শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর পদক্ষেপ করেছেন ব্লক শিক্ষা আধিকারিকের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে।

advertisement
আরও পড়ুন : শীত পড়তেই চেহারার দফারফা? রূপচর্চায় এই ভুলগুলি করছেন না তো!
পরবর্তীতে স্কুল কর্ত্ৃপক্ষ জেরা করেছে অভিযুক্ত শিক্ষিকা পুষ্পলতাকে। প্রধানশিক্ষিকার দাবি, ওই ছাত্রের সঙ্গে তার মা-ছেলের মতো সম্পর্ক। তবে শিক্ষিকা ও কিশোর দু’জনেই স্বীকার করেছে তাদের সম্মতি এবং জ্ঞানতই ছবিগুলি তোলা হয়েছে। তবে ছবিগুলি ব্যক্তিগতভাবে রাখার কথা ছিল। কোনওভাবে প্রকাশিত হয়ে গিয়ে বিপত্তি ডেকে এনেছে। অভিভাবকরা এখন চরম ক্ষুব্ধ অভিযুক্ত শিক্ষিকা পুষ্পলতার উপর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 30, 2023 10:34 AM IST








