আয়কর বিভাগের হানায় কর্ণাটকের মন্ত্রীর কাছ থেকে মিলল ১৬২ কোটি টাকা

Last Updated:

আয়কর বিভাগের জালে এবার ধরা পড়লেন কর্ণাটকের এক মন্ত্রী ও মহিলা প্রদেশ কংগ্রেসের প্রধান ৷

#বেঙ্গাসুরু: আয়কর বিভাগের জালে এবার ধরা পড়লেন কর্ণাটকের এক মন্ত্রী ও মহিলা প্রদেশ কংগ্রেসের প্রধান ৷ সোমবার মন্ত্রী রমেশ জারকিহলির ও মহিলা কংগ্রেস শাখার সভানেত্রী পদে লক্ষী হেব্বালকরের বাড়িতে হানা দেয় আয়কর বিভাগের আধিকারিকরা ৷ তল্লাশি চালিয়ে ৪২ লক্ষ নগদ টাকা ও ১২.৮ কেজি সোনা উদ্ধার করেছে আইটি আধিকারিকরা ৷ বেলগম, গোখাক ও বেঙ্গালুরু এই তিনটি জায়গায় তাদের বাড়িতে হানা দিয়ে বিপুল অঙ্কের নগদ টাকা ও সোনা উদ্ধার করেছে আয়কর বিভাগ ৷ পাশাপাশি আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে যে ১৬২ কোটির অঘোষিত আয় রয়েছে তাদের ৷ এই দুই কংগ্রেসের অভিজ্ঞ নেতৃত্বকে টাকা এবং সম্পত্তির উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আয়কর দপ্তর।
আধিকারিকরা জানিয়েছেন, তল্লাশি চালানো সময়  প্রচুর বেনামি সম্পত্তি  ও অঘোষিত আয়ের নথি হাতে পেয়েছেন তারা ৷ দু’জনেই চিনি উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসা রয়েছে ৷ কিন্তু দু’জনেই পরিকল্পিত ভাবে কর ফাঁকি দিয়ে এসেছেন ৷
মন্ত্রী রমেশ এল জারকিহলির সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন এই সমস্তটা রাজনৈতিক চক্রান্ত ৷ তিনি জানান, আয়কর আধিকারিকরা এসেছিলেন ৷ আমরা তাঁদের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও তাই করব ৷
advertisement
advertisement
কর ফাঁকি দড়তে হানা দেয় আয়কর আধিকারিকরা ৷ তল্লাশি চালিয়ে তারা জানতে পেরেছেন যে প্রচুর টাকা অভিযুক্তদের পরিবারের বাকিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা হয়েছে ৷ তারা আরও অভইযোগ জানিয়েছেন, যখন তারা তল্লাশি চালাচ্ছিলেন বাড়ির বাইরে প্রচুর সংখ্যাক এলাকাবাসীরা জড়ো হয়ে গিয়েছিল ৷ তল্লাশি অভিযান বন্ধ করার প্রচেষ্টাও চালানো হয়েছিল ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷  বেশ কয়েকজন যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আয়কর বিভাগের হানায় কর্ণাটকের মন্ত্রীর কাছ থেকে মিলল ১৬২ কোটি টাকা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement