আয়কর বিভাগের হানায় কর্ণাটকের মন্ত্রীর কাছ থেকে মিলল ১৬২ কোটি টাকা

Last Updated:

আয়কর বিভাগের জালে এবার ধরা পড়লেন কর্ণাটকের এক মন্ত্রী ও মহিলা প্রদেশ কংগ্রেসের প্রধান ৷

#বেঙ্গাসুরু: আয়কর বিভাগের জালে এবার ধরা পড়লেন কর্ণাটকের এক মন্ত্রী ও মহিলা প্রদেশ কংগ্রেসের প্রধান ৷ সোমবার মন্ত্রী রমেশ জারকিহলির ও মহিলা কংগ্রেস শাখার সভানেত্রী পদে লক্ষী হেব্বালকরের বাড়িতে হানা দেয় আয়কর বিভাগের আধিকারিকরা ৷ তল্লাশি চালিয়ে ৪২ লক্ষ নগদ টাকা ও ১২.৮ কেজি সোনা উদ্ধার করেছে আইটি আধিকারিকরা ৷ বেলগম, গোখাক ও বেঙ্গালুরু এই তিনটি জায়গায় তাদের বাড়িতে হানা দিয়ে বিপুল অঙ্কের নগদ টাকা ও সোনা উদ্ধার করেছে আয়কর বিভাগ ৷ পাশাপাশি আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে যে ১৬২ কোটির অঘোষিত আয় রয়েছে তাদের ৷ এই দুই কংগ্রেসের অভিজ্ঞ নেতৃত্বকে টাকা এবং সম্পত্তির উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আয়কর দপ্তর।
আধিকারিকরা জানিয়েছেন, তল্লাশি চালানো সময়  প্রচুর বেনামি সম্পত্তি  ও অঘোষিত আয়ের নথি হাতে পেয়েছেন তারা ৷ দু’জনেই চিনি উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসা রয়েছে ৷ কিন্তু দু’জনেই পরিকল্পিত ভাবে কর ফাঁকি দিয়ে এসেছেন ৷
মন্ত্রী রমেশ এল জারকিহলির সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন এই সমস্তটা রাজনৈতিক চক্রান্ত ৷ তিনি জানান, আয়কর আধিকারিকরা এসেছিলেন ৷ আমরা তাঁদের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও তাই করব ৷
advertisement
advertisement
কর ফাঁকি দড়তে হানা দেয় আয়কর আধিকারিকরা ৷ তল্লাশি চালিয়ে তারা জানতে পেরেছেন যে প্রচুর টাকা অভিযুক্তদের পরিবারের বাকিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা হয়েছে ৷ তারা আরও অভইযোগ জানিয়েছেন, যখন তারা তল্লাশি চালাচ্ছিলেন বাড়ির বাইরে প্রচুর সংখ্যাক এলাকাবাসীরা জড়ো হয়ে গিয়েছিল ৷ তল্লাশি অভিযান বন্ধ করার প্রচেষ্টাও চালানো হয়েছিল ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷  বেশ কয়েকজন যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আয়কর বিভাগের হানায় কর্ণাটকের মন্ত্রীর কাছ থেকে মিলল ১৬২ কোটি টাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement