বেঙ্গালুরু: ২০১৮-র পুনরাবৃত্তি কি হতে চলেছে কর্ণাটকে? এখনও পর্যন্ত যে কটি বুথ ফেরত সমীক্ষার ফল সামনে এসেছে, তা সেদিকেই ইঙ্গিত করছে৷ তবে বুথ ফেরত সমীক্ষার ফলের সঙ্গে যদি শনিবার ইভিএম-এর ফলাফল মিলে যায়, তাহলে দুটি জিনিস নিশ্চিত ভাবে এখনই বলে ফেলা যায়৷ প্রথমত, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে কর্ণাটক থেকেই প্রয়োজনীয় অক্সিজেন ফিরে পেতে পারে কংগ্রেস৷ দ্বিতীয়ত, ২০১৮-র মতো এবারেও কর্ণাটকে সরকার গঠনের ক্ষেত্রে তুরুপের তাস থাকবে দেবগৌড়া-কুমারস্বামীর দল জেডিএস-এর হাতেই৷
এ দিন কর্ণাটকে ভোট পর্ব মেটার পর একাধিক সমীক্ষক সংস্থা বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে৷ সেই সমীক্ষাগুলির বিশ্লষণ করে দেখা যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই সরকার গঠনের ক্ষেত্রে বিজেপি-র তুলনায় সামান্য হলেও এগিয়ে কংগ্রেস৷ তবে হাড্ডাহাড্ডি লড়াই যে হতে চলেছে, তা স্পষ্ট৷ তবে কংগ্রেস-বিজেপি-র আসন প্রাপ্তি নিয়ে বিভিন্ন সমীক্ষায় ভিন্ন ভিন্ন ফল থাকলেও প্রায় প্রতিটি বুথ ফেরত সমীক্ষার ফলেই স্পষ্ট, শেষ পর্যন্ত কর্ণাটক বিধানসভায় ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হলে সরকার গঠনের তাস থাকবে জেডিএস-এর হাতে৷
আরও পড়ুন: কর্ণাটকে কঠিন লড়াই, ভোট শেষ হতেই কী ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়?
২০১৮ সালেও কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠ দল ছিল বিজেপি৷ কিন্তু ম্যাজিক ফিগার ছঁুতে পারেনি তারা৷ বিজেপি-র আসনসংখ্যা ছিল ১০৪৷ সেখানে অনেকটা পিছিয়ে থেকেও জেডিএস-এর সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিল কংগ্রেস৷ পরে অবশ্য শাসক জোটে ফাটল ধরিয়ে কর্ণাটকের কুমারস্বামী সরকারের পতন ধরিয়েছিল বিজেপি৷
এবার অবশ্য কংগ্রেস এবং জেডিএস একক শক্তিতেই ভোটে লড়েছে৷ কিন্তু ফল প্রকাশের পর বিজেপি-কে ঠেকাতে প্রয়োজনে ফের দুই পুরনো শরিক হাত মেলাবে না, তা কে বলতে পারে৷
অন্যদিকে হিমাচল প্রদেশ ছাড়া সাম্প্রতিক প্রায় প্রতিটি রাজ্যের বিধানসভা নির্বাচনেই ভরাডুবি হয়েছে কংগ্রেসের৷ পঞ্জাবে ক্ষমতাই হাতছাড়া হয়েছে৷ প্রশ্ন উঠেছে রাহুল গান্ধির নেতৃত্ব নিয়ে৷ বুথ ফেরত সমীক্ষার ফলকে সত্যি ধরলে বলাই যায়, ক্ষমতা দখল করুক আর না করুক, কর্ণাটকে বিজেপি-কে অন্তত কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শতাব্দী প্রাচীন দল৷
কর্ণাটকের ভোটে অনেক দিন বাদে গা ঝাড়া দিয়ে মাঠে নামতে দেখা গিয়েছে রাহুল, প্রিয়াঙ্কাদের৷ তার উপর দলের বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গের নিজের রাজ্য কর্ণাটক৷ এসবের যোগফলে কংগ্রেসের ভাগ্য বদল দক্ষিণের রাজ্য থেকেই শুরু হলে, বছরের শেষ দিকে রাজস্থান এবং মধ্যপ্রদেশ নির্বাচনের আগে অনেকটা অক্সিজেন পাবে কংগ্রেস৷ সর্বোপরি ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে অন্তত লড়াই করার রসদ পাবেন কংগ্রেসের নেতা কর্মীরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Karnataka, Karnataka Election 2023