Karnataka CM Swearing-In Ceremony: ফের কর্ণাটকের মসনদে সিদ্দারামাইয়া! বেঙ্গালুরু স্টেডিয়ামে শপথগ্রহণ, ডেপুটি শিবকুমার
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Karnataka CM Swearing-In Ceremony: তাঁর সঙ্গে শপথ নিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।
কর্ণাটক: দ্বিতীয় বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রীর আসনে বসলেন সিদ্দারামাইয়া। শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে তাঁর সঙ্গে শপথ নিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি।
#WATCH | Bengaluru | “Nafrat ko mitaya, Mohabbat jeeti,” says Congress leader Rahul Gandhi after the swearing-in ceremony of the newly-elected Karnataka Government. pic.twitter.com/imwoC8HowV
— ANI (@ANI) May 20, 2023
advertisement
#WATCH | Opposition leaders display their show of unity at the swearing-in ceremony of the newly-elected Karnataka government, in Bengaluru. pic.twitter.com/H1pNMeoeEC
— ANI (@ANI) May 20, 2023
advertisement
কর্ণাটকে নতুন কংগ্রেস সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ২০২৪ সালের আগে বিরোধী ঐক্য তুলে ধরার আদর্শ মঞ্চ হতে পারত৷ কিন্তু সম্ভবত তা হচ্ছে না৷ কারণ এখনও পর্যন্ত যা খবর, তাতে বিরোধী শিবিরের সব বড় মুখকে সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যাবে না৷
সূত্রের খবর, সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-কে আমন্ত্রণই পাঠানো হয়নি৷ আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকার জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না৷ তবে দলের পক্ষ থেকে প্রতিনিধি পাঠাচ্ছেন মমতা৷
advertisement
এ ছাড়াও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়বন, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডিকেও আমন্ত্রণ জানানো হয়নি৷ আমন্ত্রণ পাননি বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীও৷
আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তাঁর সহকারী তেজস্বী যাদবও৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে৷ এর পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, বামেদের পক্ষ থেকে ডি রাজা ও সীতারাম ইয়েচুরি এবং অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসানকেও আমন্ত্রণ জানানো হয়েছে৷
advertisement
এ ছাড়াও কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী হিসেবে রাজস্থানের অশোক গেহলট, ছত্তীসগড়ের ভূপেশ বাঘেল এবং হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখুও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন৷
আগামী শনিবার বেলা সাড়ে বারোটায় বেঙ্গালুরুর কান্তিরভা স্টেডিয়ামে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন সিদ্দারামাইয়া৷ শপথ নেবেন তাঁর সহকারী ডি কে শিবকুমার সহ অন্যান্য মন্ত্রীরাও৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 2:09 PM IST