Karnataka CM Swearing-In Ceremony: ফের কর্ণাটকের মসনদে সিদ্দারামাইয়া! বেঙ্গালুরু স্টেডিয়ামে শপথগ্রহণ, ডেপুটি শিবকুমার

Last Updated:

Karnataka CM Swearing-In Ceremony: তাঁর সঙ্গে শপথ নিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।

ঐতিহাসিক শপথগ্রহণ
ঐতিহাসিক শপথগ্রহণ
কর্ণাটক: দ্বিতীয় বারের জন্য কর্ণাটকের  মুখ্যমন্ত্রীর আসনে বসলেন সিদ্দারামাইয়া। শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে তাঁর সঙ্গে শপথ নিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।  উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি।
advertisement
advertisement
কর্ণাটকে নতুন কংগ্রেস সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ২০২৪ সালের আগে বিরোধী ঐক্য তুলে ধরার আদর্শ মঞ্চ হতে পারত৷ কিন্তু সম্ভবত তা হচ্ছে না৷ কারণ এখনও পর্যন্ত যা খবর, তাতে বিরোধী শিবিরের সব বড় মুখকে সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যাবে না৷
সূত্রের খবর, সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-কে আমন্ত্রণই পাঠানো হয়নি৷ আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকার জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না৷ তবে দলের পক্ষ থেকে প্রতিনিধি পাঠাচ্ছেন মমতা৷
advertisement
এ ছাড়াও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়বন, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডিকেও আমন্ত্রণ জানানো হয়নি৷ আমন্ত্রণ পাননি বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীও৷
আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তাঁর সহকারী তেজস্বী যাদবও৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে৷ এর পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, বামেদের পক্ষ থেকে ডি রাজা ও সীতারাম ইয়েচুরি এবং অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসানকেও আমন্ত্রণ জানানো হয়েছে৷
advertisement
এ ছাড়াও কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী হিসেবে রাজস্থানের অশোক গেহলট, ছত্তীসগড়ের ভূপেশ বাঘেল এবং হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখুও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন৷
আগামী শনিবার বেলা সাড়ে বারোটায় বেঙ্গালুরুর কান্তিরভা স্টেডিয়ামে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন সিদ্দারামাইয়া৷ শপথ নেবেন তাঁর সহকারী ডি কে শিবকুমার সহ অন্যান্য মন্ত্রীরাও৷
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka CM Swearing-In Ceremony: ফের কর্ণাটকের মসনদে সিদ্দারামাইয়া! বেঙ্গালুরু স্টেডিয়ামে শপথগ্রহণ, ডেপুটি শিবকুমার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement