বেঙ্গালুরু: কর্ণাটকের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ঝড়। ১৩৬টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ফলে একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে এগিয়ে রয়েছে কংগ্রেস। অনেক পিছিয়ে বিজেপি এগিয়ে ৬৩টি আসন। এদিন সাংবাদিক সম্মেলনের প্রতিক্রিয়া দেন রাহুল গান্ধি।
রাহুল গান্ধি বলেন, “কর্ণাটকের কংগ্রেসের সমস্ত নেতাকে শুভেচ্ছা জানাই। কর্ণাটকের ভোটে একদিকে সাধারণ মানুষের শক্তি ছিল, আর সেই শক্তিতেই জিতে গেছি। এটাই এখন সব রাজ্যে হবে। কর্ণাটক গরিবদের পক্ষে লড়াই করেছে। গরিবদের সঙ্গে থেকেছে। কর্ণাটকের জনগণ আমাদের দেখিয়েছেন, যে এই দেশের মানুষ ভালবাসার পক্ষে রায় দিয়েছেন।”
রাহুল গান্ধি আরও বলেন, “কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ। এখন ভালবাসার সময় শুরু হল। এটা সত্যের জিত। এটা কর্ণাটকের জনগণের জয়। কর্ণাটকে বিধানসভার প্রচারে আমরা জনগণের কাছে ৫টা প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা মন্ত্রিসভার প্রথম বৈঠকে সেই ৫টা প্রতিশ্রুতি পূরণ করব।”
এদিন ফলাফলে উচ্ছ্বসিত হয়ে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া বলেন, “আমরাও ১৩০ আসন অতিক্রম করব, এটা কংগ্রেসের বড় জয়। কর্ণাটকের মানুষ পরিবর্তন চেয়েছিল, কারণ তারা বিজেপি সরকারের উপর বিরক্ত। অপারেশন লোটাসে বিজেপি অনেক টাকা খরচ করেছে। রাহুল গান্ধির পদযাত্রা দলের কর্মীদের উৎসাহিত করতেও সাহায্য করেছিল। এই নির্বাচনের ফলাফল লোকসভা নির্বাচনের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি ধাপ। আমি আশা করি সমস্ত অ-বিজেপি দলগুলি একত্রিত হবে এবং দেখবে যে বিজেপি পরাজিত হয়েছে। আমিও আশা করি রাহুল গান্ধি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।”
আরও পড়ুন, লক্ষ্মীর ভাণ্ডার মডেলেই কর্ণাটকে বাজিমাত কংগ্রেসের? এক ঘোষণাতেই কুপোকাত বিজেপি
আরও পড়ুন, ‘বিজেপি কিন্তু বিধায়কদের টানার চেষ্টা করবে,’ আগের ঘটনা কংগ্রেসকে বললেন কমলনাথ
সিদ্দারামাইয়া বলেন, “এটি নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং জেপি নাড্ডার বিরুদ্ধে ম্যান্ডেট। প্রধানমন্ত্রী ২০ বার কর্ণাটকে এসেছেন। অতীতে কোনও প্রধানমন্ত্রী এভাবে প্রচার করেননি।” কর্ণাটকের ফল ২০২৪-এর আগে বিজেপি-কে মানুষের বার্তা। এমনই দাবি করলেন কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ। তাঁর দাবি এই ফল বিজেপি-র মিথ্যে প্রতিশ্রুতি এবং নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rahul Gandhi