Kamakhya Temple Ambubachi : এবছরও বন্ধ থাকবে অম্বুবাচী মেলা, রীতি মেনে পুজো হলেও ভক্ত সমাগমে নিষেধাজ্ঞা

Last Updated:

এ বছরও হবে না সতীপীঠ কামাক্ষ্যার প্রাচীন অম্বুবাচী মেলা (Ambubachi Mela) ।

#গুয়াহাটি: করোনার জেরে এবছরও কামাক্ষ্যায় (Kamakhya Temple) অম্বুবাচীতে (Ambubachi) হবে না কোনও ভক্ত সমাগম৷ গত বছর দেশজুড়ে লকডাউনের ফলে কামাক্ষ্যা মন্দিরের চিরাচরিত পরম্পরায় ছন্দপতন ঘটে। এবছরও সেই রীতিই বজায় থাকছে৷ অসমের বিখ্যাত কামাক্ষ্যা মন্দিরে অম্বুবাচীর পুজো পালন হবে, তবে ভক্তদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি থাকছে। জুন মাসের ২২ থেকে ২৬ এই উৎসব, কিন্তু এখন থেকেই তা বাতিল ঘোষণা করল এই মেলার আয়োজক ‘মা কামাখ্যা দেবালয়’ কর্তৃপক্ষ। সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই বছরে কামাখ্যায় মহোৎসব হবে না। তীর্থ যাত্রী, সাধু-সন্ন্যাসীরা যাতে সেই উৎসবে অংশগ্রহণ করতে কামাখ্যায় না আসেন। কর্তৃপক্ষের তরফে এও জানানো হয়, মেলা অনুষ্ঠিত না হলেও, ওই ৪ দিন মন্দিরে যে রীতি মানা হয়ে আসছে, তা অবিরত থাকবে।
এ বছরও হবে না সতীপীঠ কামাক্ষ্যার প্রাচীন অম্বুবাচী মেলা (Ambubachi Mela) । আগামিকাল থেকে ২৬ তারিখ অম্বুবাচী মেলা হওয়ার কথা ছিল। তবে সেই মেলা এবছরও বন্ধ থাকবে৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে ফের সন্ত্রস্ত্র জনজীবন৷ তৃতীয় ঢেউয়ের আগাম সতর্কতা জারি হয়েছে৷ এর মধ্যে কোনও বড় জমায়েত করে পরিস্থিতি আরও জটিল করতে চায় না প্রশাসন৷ ফলে কোনও ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞাই জারি করা হচ্ছে৷ কামাক্ষ্যার অম্বুবাচীর মেলায় যে পরিমাণ ভক্ত সমাগম হয় তাতে সেই নির্দেশিকা পালন প্রায় অসম্ভব বলেই মনে করছে মন্দির কর্তৃপক্ষ। তাই ৩০ জুন পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ । তবে প্রথা মেনে সমস্ত রীতি ও আচার পালন করা হবে ।
advertisement
advertisement
advertisement
৫১ পীঠের একটি শক্তি পীঠ হল নীলাচল পর্বতে অবস্থিত এই কামাক্ষ্যা মন্দির । কথিত আছে এখানে সতীর যোনি পড়েছিল । ধর্মীয় বিশ্বাস মতে, আষাঢ় মাসের এই সময়ে ধরিত্রী মা ঋতুমতী হন। এই সময়টিতে দেশের সর্বত্র পালন করা হয় অম্বুবাচী। অম্বুবাচীর দিন থেকে পরর্বতী তিন দিন পর্যন্ত কামাক্ষ্যা দেবীর মন্দিরের দরজা বন্ধ থাকে। মন্দির চত্বরে বিশাল মেলা বসে। হাজার হাজার ভক্তের সমাগম হয়, আসেন সাধু, সন্ন্যাসীও।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kamakhya Temple Ambubachi : এবছরও বন্ধ থাকবে অম্বুবাচী মেলা, রীতি মেনে পুজো হলেও ভক্ত সমাগমে নিষেধাজ্ঞা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement