MP Political Crisis| মধ্যপ্রদেশ নিয়ে মুখ খুললেন রাহুল, আজই BJP-তে যোগ দিচ্ছেন সিন্ধিয়া

Last Updated:

২২ জন বিধায়ক ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন৷ মধ্যপ্রদেশে সরকার বাঁচাতে মরিয়া কংগ্রেস৷ শেষ কামড় হিসেবে, ঘোড়া কেনাবেচা থেকে বাঁচাতে আজ অর্থাত্‍ বুধবার ৯২ জন কংগ্রেস বিধায়ককে জয়পুরে রিসর্টে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী কমলনাথ৷

#ভোপাল: আজ অর্থাত্‍ বুধবারই বিজেপি-তে যোগ দিচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানালেন, সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দিচ্ছেন সিন্ধিয়া৷ লোকসভায় মধ্যপ্রদেশ নিয়ে কোনও মন্তব্য করলেন না কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ তবে ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসকে ট্যাগ করে লিখলেন, 'নির্বাচিত কংগ্রেস সরকারকে ফেলতে যখন আপনি ব্যস্ত, আপনি হয়তো ভুলে গিয়েছে বিশ্বের তেলের বাজারে ৩৫ শতাংশ ধস নেমেছে৷ এ বার কি ৬০ টাকা লিটারের মধ্যে পেট্রোলের দাম বেঁধে আম ভারতী.কে স্বস্তি দেবেন? আপনি কি ঝিমিয়ে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করতে কিছু ভাবছেন?'
advertisement
ও দিকে মধ্যপ্রদেশে সরকার টলমল হতেই শুরু হয়ে গিয়েছে রিসর্ট রাজনীতি৷ যদিও এখনও সরকারের মেয়াদ শেষের বিষয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস৷ মধ্যপ্রদেশ কংগ্রেসের বিধায়ক অর্জুন সিংয়ের বক্তব্য, কমল নাথ সরকার থাকছে৷ সব বিধায়কদের নিয়ে আগামী ১৬ মার্চ বিধানসভায় থাকবেন কমল নাথ৷ সে ক্ষেত্রে জল্পনা চলছে, আগামী ১৬ মার্চই কি তা হলে আস্থা ভোট?
advertisement
advertisement
২২ জন বিধায়ক ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন৷ মধ্যপ্রদেশে সরকার বাঁচাতে মরিয়া কংগ্রেস৷ শেষ কামড় হিসেবে, ঘোড়া কেনাবেচা থেকে বাঁচাতে আজ অর্থাত্‍ বুধবার ৯২ জন কংগ্রেস বিধায়ককে জয়পুরে রিসর্টে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী কমলনাথ৷
এখনও সরকার টিকিয়ে রাখতে আত্মবিশ্বাসী কমলনাথ৷ তাঁর কথায়, 'মেয়াদ শেষ করবে কংগ্রেস সরকার৷ যোগাযোগ রাখছেন ২২ জন বিদ্রোহী বিধায়ক৷' ঘোড়া কেনা-বেচা ঠেকাতে গুরগাঁওয়ের আইটিসি গ্র্যান্ড ভারত রিসর্টে ১০৭ জন বিধায়ককে রেখেছে বিজেপি৷ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ ২২ জন বিধায়কই এখন বেঙ্গালুরুর রিসর্টে৷
advertisement
মধ্যপ্রদেশের মন্ত্রী ও কমলনাথের ঘনিষ্ঠ বিধায়ক সজ্জন সিং ভার্মা জানিয়েছেন, আজই বেঙ্গালুরু পাড়ি দিচ্ছেন কমলনাথ৷ বিদ্রোহী বিধায়কদের বোঝানোর চেষ্টা করবেন তিনি৷ কর্নাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের কথায়, 'বেশির ভাগ বিধায়কই ফিরে আসবেন৷ ২২ জনের সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে৷'
ভোপালে মঙ্গলবার কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের পর মুখপাত্র শোভা ওঝা জানিয়েছেন, 'জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে রাজ্যসভায় প্রার্থী করার জন্যই বেশ কয়েকজন বিধায়ককে ভুল বুঝিয়ে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছে৷ তাঁরা কেউই জানতেন না, জ্যোতিরাদিত্য দল ছাড়ছেন৷ ওঁরা সকলেই মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন৷ আমাদের সরকার অত্যন্ত শক্তিশালী৷ আমরা আস্থাভোটেই আমাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেব৷'
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
MP Political Crisis| মধ্যপ্রদেশ নিয়ে মুখ খুললেন রাহুল, আজই BJP-তে যোগ দিচ্ছেন সিন্ধিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement