Jharkhand Couple: কর্পোরেট চাকরি ছেড়ে দম্পতি আজ পুরোপুরি কৃষক, তাঁদের চাষ করা কয়েকশো টন সব্জি পাড়ি দিচ্ছে বিদেশে

Last Updated:

Jharkhand Couple: ঝাড়খণ্ডের সেচ প্রকল্পের ক্ষেত্রে পাইলট প্রজেক্ট হিসেবে তুলে ধরা হয়েছে বিনোদ ও রাধিকাকে

তাঁদের সাফল্য আজ অনেকের কাছেই অনুপ্রেরণা
তাঁদের সাফল্য আজ অনেকের কাছেই অনুপ্রেরণা
হাজারিবাগ : ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার এক দম্পতি কর্পোরেট চাকরি ছেড়ে পুরোদস্তুর কৃষক হয়ে গিয়েছেন৷ তাঁদের সাফল্য আজ অনেকের কাছেই অনুপ্রেরণা৷ দম্পতির মধ্যে স্বামী বিনোদ কুমার ছিলেন ব্যাঙ্ক ম্যানেজার৷ তাঁর স্ত্রী রাধিকা পুণায় বহুজাতিক সংস্থায় চাকরি করতেন৷ তাঁদের পথ চলা এখন ন্যাবার্ড, ইফকো-র মতো সংস্থার অনুপ্রেরণাও৷ ঝাড়খণ্ডের সেচ প্রকল্পের ক্ষেত্রে পাইলট প্রজেক্ট হিসেবে তুলে ধরা হয়েছে বিনোদ ও রাধিকাকে৷ তাঁরা এখন একমাত্র কৃষক যাঁরা নিজেরাই সেচের মাধ্যমে ফসল ফলান ঘরে বসেই, মোবাইল অ্যাপের সাহায্যে৷
তরমুজ, শশা, করলা-সহ রকমারি সব্জি চাষ করছেন এই দম্পতি৷ তাঁদের চাষ করা কয়েকশো টন সব্জি পাড়ি দিচ্ছে অন্যান্য রাজ্য, এমনকি দেশের সীমান্ত পেরিয়ে অন্য দেশেও৷ ২০২০ সালে দেশ যখন কোভিড অতিমারিতে বিপর্যস্ত, তখন বাকিদের মতো অনিশ্চয়তা গ্রাস করেছিল এই দম্পতিকেও৷ সে সময় তাঁরা দুজনেই বাড়ি থেকে বহু দূরে পুণা শহরে ব্যস্ত নিজেদের চাকরি নিয়ে৷ সে সময় চাকরি ছেড়ে গ্রামে ফেরার সিদ্ধান্ত নেওয়া তাঁদের পক্ষে খুব একটা সহজ সিদ্ধান্ত ছিল না৷
advertisement
কিন্তু ক্রমে অনিশ্চয়তা গ্রাস করছিল তাঁদের৷ শেষ পর্যন্ত লাভ ক্ষতির হিসেব ছেড়ে চাকরি ছেড়েই দেন বিনোদ ও রাধিকা৷ টাকার তুলনায় সুখ ও শান্তিকেই তাঁদের প্রিয় মনে হয়৷ তার পর আড়াই বছর ধরে তাঁদের জীবনে আমূল পরিবর্তন এসেছে তিল তিল করে৷
advertisement
আরও পড়ুন :  বেলারুশের তরুণীকে বিয়ে করে সে দেশেই থিতু হয়ে লাখপতি মুম্বইয়ের যুবক
হাজারিবাগ জেলার চুরচু ব্লকে বিনোদের দেশের বাড়ি৷ তিনি ভাবলেন নতুন পদ্ধতিতে কৃষিকাজ করবেন৷ তাঁর হাতে চাষের জন্য বেশি জমি ছিল না৷ তিনি ১০ বছরের জন্য ১৮ একর জমি লিজ নেন৷ পতিত হিসেবে পড়ে থাকা জমি বছরের ৭-৮ মাস শূন্যই পড়ে থাকত৷ কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তিনি তরমুজ চাষ করলেন৷ সেচ পদ্ধতিতে ড্রিপ পদ্ধতি চালু করে প্রথম বছরেই অর্থাৎ ২০২১ সালে ১৫০ টন তরমুজ চাষ করলেন৷ পরের বছর ২১০ টন তরমুজ চাষ করা হল৷ মোট ব্যবসা পৌঁছয় ১০ লক্ষ টাকায়৷
advertisement
এছাড়াও শশা, করলা, লঙ্কা, টমেটো-সহ নানা সব্জির চাষ করেছেন তাঁরা৷ স্থানীয় কৃষকদের নিয়ে তাঁরা একটা সংস্থা তৈরি করেছেন তাঁরা৷ যাতে গ্রামে চাষ করা আনাজপাতি সরাসরি বাজারেই বিক্রি করা যায় কোনও ফড়েদের হস্তক্ষেপ ছাড়াই৷ স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থার পাইলট প্রজেক্টে এই দম্পতিকে মনোনীত করেছে৷ সেন্সর ও ডিজিটাল পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি এই মোবাইল অ্যাপের মাধ্যমে দূর থেকেও সেচপদ্ধতিতে চাষ করা যাবে৷
advertisement
এই মুহূর্তে ৫ একর জমি চাষ করছেন বিনোদ৷ ৫ একর জমিকে চার ভাগে ভাগ করে অ্যাপের মাধ্যমে চাষ করছেন৷ এ রাজ্যে এই পদ্ধতিতে এই প্রথম চাষ করা হচ্ছে৷ প্রাক্তন কর্পোরেট চাকুরে দম্পতির আশা, তাঁদের দেখে উৎসাহিত হবেন বাকি কৃষিজীবীরা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jharkhand Couple: কর্পোরেট চাকরি ছেড়ে দম্পতি আজ পুরোপুরি কৃষক, তাঁদের চাষ করা কয়েকশো টন সব্জি পাড়ি দিচ্ছে বিদেশে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement