Hemant Soren arrested: জমি দুর্নীতি কাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ইন্ডিয়া জোটে ফের ধাক্কা

Last Updated:

প্রায় দু দিন কার্যত আত্মগোপন করে ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী৷ এর পর এ দিন সকালে তাঁর খোঁজ মিলতেই হেমন্ত সোরেনের বাড়িতে যায় ইডি-র সাত সদস্যের একটি দল৷

রাঁচি: লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে জমি দুর্নীতি কাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন৷ ইতিমধ্যেই পদত্যাগ করেছেন তিনি৷ পদত্যাগপত্র গ্রহণ করেছেন ঝাড়খণ্ডের রাজ্যপাল৷ ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন চম্পাই সোরেন৷
জমি দুর্নীতি কাণ্ডে হেমন্ত সোরেনকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ গত কয়েক দিনে এই দুর্নীতির দায়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শীর্ষ নেতাকে গ্রেফতারের সম্ভাবনা ক্রমশই বাড়ছিল৷ গতকাল প্রায় দু দিন কার্যত আত্মগোপন করে ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী৷ এর পর এ দিন সকালে তাঁর খোঁজ মিলতেই হেমন্ত সোরেনের বাড়িতে যায় ইডি-র সাত সদস্যের একটি দল৷ আরও এক দফা জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত গ্রেফতারের সিদ্ধান্ত নেন ইডি কর্তারা৷
advertisement
গ্রেফতার যে হতেই হবে, তা জানা মাত্রই রাজ ভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দেন হেমন্ত সোরেন৷ এর পরই তাঁকে হেফাজতে নেয় ইডি৷ একই সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং জোট শরিক কংগ্রেসের পক্ষ থেকে চম্পাই সোরেনের নাম পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপালের কাছে জমা দেওয়া হয়৷
advertisement
advertisement
হেমন্ত সোরেনের গ্রেফতারি লোকসভা নির্বাচনের আগে নিঃসন্দেহে রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ৷ কারণ মাত্র কয়েক দিন আগে নীতীশ কুমার বিজেপি-র হাত ধরেছেন৷ এবার ইন্ডিয়া জোটের আর এক শরিক হেমন্ত সোরেন গ্রেফতার হয়ে যাওয়ায় আরও দুর্বল হল বিরোধী জোট৷
গ্রেফতারির আগে দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেছিলেন হেমন্ত সোরেন৷ প্রথমে ভাবা হয়েছিল স্ত্রী কল্পনা সোরেনকে হয়তো মুখ্যমন্ত্রীর পদে বসাবেন হেমন্ত৷ কিন্তু শেষ পর্যন্ত পরিবহণ মন্ত্রী চম্পাই সোরেনকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়৷
advertisement
হেমন্ত সোরেন গ্রেফতার হলেও অবশ্য ঝাড়খণ্ডে সরকার পতনের কোনও সম্ভাবনা নেই৷ কারণ ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৪১ জন বিধায়কের সমর্থন৷ সেখানে জেএমএম-এর হাতে ৪৯ জন বিধায়কের সমর্থন রয়েছে৷ বিজেপি এবং তাদের শরিকদের হাতে থাকা বিধায়ক সংখ্যা ম্যাজিক ফিগারের থেকে অনেক কম৷
বাংলা খবর/ খবর/দেশ/
Hemant Soren arrested: জমি দুর্নীতি কাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ইন্ডিয়া জোটে ফের ধাক্কা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement