দিল্লি-কাঠমাণ্ডু বিমানে বোমাতঙ্ক

Last Updated:

অজানা ব্যক্তির ফোন কলের জেরে বোমাতঙ্ক ছড়াল ইন্দিরা গান্ধি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ৷ উড়ান স্থগিত করা হয় জেট এয়ারওয়েজের 9W-260 দিল্লি-কাঠমাণ্ডু বিমানে ৷ উড়ো ফোনে বলা হয় বিমানের ১৮ নং সিটের নীচে ‘গিফট বক্স’-এ বোমা রাখা রয়েছে ৷ এরপর ‘শুভ প্রজাতন্ত্র দিবস’ বলে ফোন কেটে দেওয়া হয় ৷ ফোন পাওয়ার পরই হাই অ্যালার্ট জারি করা হয় দিল্লি বিমানবন্দরে ৷ খবর যায় বম্ব স্কোয়ার্ডের কাছে ৷

#নয়াদিল্লি: অজানা ব্যক্তির ভুঁয়ো ফোন কলের জেরে বোমাতঙ্ক ছড়াল ইন্দিরা গান্ধি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ৷ উড়ান স্থগিত করা হয় জেট এয়ারওয়েজের 9W-260 দিল্লি-কাঠমাণ্ডু বিমানে ৷ উড়ো ফোনে বলা হয় বিমানের ১৮ নং সিটের নীচে ‘গিফট বক্স’-এ বোমা রাখা রয়েছে ৷ এরপর ‘শুভ প্রজাতন্ত্র দিবস’ বলে ফোন কেটে দেওয়া হয় ৷ ফোন পাওয়ার পরই হাই অ্যালার্ট জারি করা হয় দিল্লি বিমানবন্দরে ৷ খবর যায় বম্ব স্কোয়ার্ডের কাছে ৷ ১.২৫ এর কাঠমাণ্ডুগামী ওই বিমান থেকে ১০৪ জন যাত্রী ও ৭ জন ক্রু মেম্বারকে নামিয়ে তৎক্ষণাৎ শুরু হয় তল্লাশি ৷ তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায়নি কোনও বোম বা বিস্ফোরক ৷ নির্ধারিত সময়ের বেশ অনেকক্ষণ পর নিরাপদ বিমান উড়ে যায় কাঠমাণ্ডুর উদ্দেশ্যে ৷
মঙ্গলবার ৬৮ তম প্রজাতন্ত্র দিবস ৷ তার আগে সন্ত্রাসবাদী যে কোনও রকম হামলা রুখতে গোটা দেশে জারি হাই অ্যালার্ট ৷
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লি-কাঠমাণ্ডু বিমানে বোমাতঙ্ক
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement