সমাধিস্থ করা হল জয়ললিতাকে
Last Updated:
সোমবার রাত সাড়ে এগোরটা নাগাদ প্রয়াত হলেন জয়ললিতা। সোয়া বারোটায় তার মৃত্যু সংবাদ জানানো হয়। মঙ্গলবার MGR মেমোরিয়ালে সমাধিস্থ করা হল আম্মা-কে ৷
#চেন্নাই: আড়াই মাসের লড়াই শেষ হল সোমবার রাতে। প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। বয়স হয়েছিল ৬৮ বছর। ২২ সেপ্টেম্বর চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হন তিনি। এতোদিন ধরে যে মৃত্যুর সঙ্গে লড়াই চলছিল তাঁর, তাতে হার মানলেন জয় আম্মা। সোমবার রাত সাড়ে এগোরটা নাগাদ প্রয়াত হলেন জয়ললিতা। সোয়া বারোটায় তার মৃত্যু সংবাদ জানানো হয়।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার। হিন্দু মতে দাহ নয়। দ্রাবিড়ীয় রীতিতে সমাজের মহান ব্যক্তি হিসেবে সমাধিস্থ করা হল আম্মাকে। চেন্নাইয়ের মারিনা বিচে, এমজিআরের পাশেই চিরঘুমে আম্মা। শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্য বিশিষ্ট ব্যক্তিরা।
চেন্নাইয়ের মারিনা বিচে গান স্যালুটে অন্তিম বিদায় তামিলনাড়ুর প্রিয় ‘আম্মা’কে। প্রিয় নেত্রীকে শেষ দেখা দেখতে উপচে পড়ে মানুষের ভিড়। এর আগে চেন্নাইয়ের রাজাজি হলে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয় ৷
advertisement
advertisement
রবিবার বিকেলে জয়ললিতা হঠাতই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতাল সূত্রে জানানো হয় তার অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁকে লাইফ সাপোর্ট রাখা হয়েছে। বিশেষ লাইফ সাপোর্ট সিস্টেমে রাখার পরেও খুব একটা ফল হয়নি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বেশিরভাগ অঙ্গপ্রত্যঙ্গই চিকিৎসায় সাড়া দেয়নি। সোমবার বিকেলে তাঁর চিকিৎসা করতে আসা লন্ডনের বিশিষ্ট চিকিৎসক রিচার্ড বিয়েলও জানিয়ে দেন, তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক।
advertisement
সোমবার দুদফায় লন্ডন ও গ্লাসগোয় বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠানো হয় জয়ললিতার মেডিক্যাল রিপোর্ট। তাদের সম্মতি মেলার পর রাতে আরও একদফা স্বাস্থ্য পরীক্ষা। অ্যাপোলো সূত্রে খবর, আম্মার অবস্থা একইরকম। আম্মাকে দেখতে রাতেই দলের সদর দফতরে পৌঁছন অন্তবর্তী মুখ্যমন্ত্রী পনিরসেলভান। শুরু হয় কোর কমিটির বৈঠক। এর আগে জয়ললিতার উত্তরসূচি নির্বাচন নিয়ে বৈঠকেও বসে তামিলনাড়ু মন্ত্রিসভা।
advertisement
জয়ললিতার শারীরিক অবস্থার কথা জানার পরেই হাসপাতাল চত্বরে ভিড় করেছিলেন এআইডিএমকে সমর্থকরা। সোমবার রাতেও অসুস্থ আম্মার জন্য প্রার্থনায় হাসপাতালের সামনে লম্বা লাইন।
সন্ধ্যাতেই কিছু সংবাদমাধ্যমে জয়ললিতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে সংঘর্ষ বেধে যায়। ১৫ মিনিটের মধ্যে কার্যত স্তব্ধ চেন্নাই। এআইএডিএমকের সদর দপ্তরে নামিয়ে আনা হয় দলের পতাকা। এআইএডিএমকের নিজস্ব চ্যানেল ছাড়াও তিনটি লোকাল চ্যানেলের খবরে তখন বিভ্রান্ত জাতীয় সংবাদমাধ্যমও। পরে অবশ্য অ্যাপোলোর তরফে এক বিবৃতি জারি করে জানানো হয় যে মৃত্যুর খবর ছিল একেবারে ভুয়ো
advertisement
জয়ললিতার প্রয়াণে রাজনৈতিক মহল শোকস্তব্ধ। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোকপ্রকাশ করেন। তামিলনাড়ুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2016 6:24 PM IST