প্রকোপ বাড়ছিল জন্ডিসের! অভিযোগ জানিয়েও ফল মেলেনি! ছাত্র বিক্ষোভে হুলুস্থুল ভোপালের বিশ্ববিদ্যালয়

Last Updated:

ক্রমেই বাড়ছিল জন্ডিসে আক্রান্ত হওয়ার ঘটনা , কিন্তু অভিযোগ জানিয়েও কোনও সাড়া মিলছিল না,অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল মধ্যপ্রদেশের এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। টানা উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মঙ্গলবার রাতে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়লেন ভোপালের ভিআইটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। উত্তেজনার আবহে আচার্যের বাংলোতেও ভাঙচুর চালানো হয়।

জন্ডিসের অভিযোগে তুলকালাম ভোপালে
জন্ডিসের অভিযোগে তুলকালাম ভোপালে
ভোপাল: ক্রমেই বাড়ছিল জন্ডিসে আক্রান্ত হওয়ার ঘটনা , কিন্তু অভিযোগ জানিয়েও কোনও সাড়া মিলছিল না,অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল মধ্যপ্রদেশের এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। টানা উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মঙ্গলবার রাতে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়লেন ভোপালের ভিআইটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। উত্তেজনার আবহে আচার্যের বাংলোতেও ভাঙচুর চালানো হয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে, ইনদওর–ভোপাল হাইওয়ের ধারে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও চরমে পৌঁছয়। অভিযোগ, ক্ষুব্ধ পড়ুয়ারা ক্যাম্পাসের ভিতরে ও বাইরে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। ক্যাম্পাসের সম্পত্তিতেও ভাঙচুর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী কয়েক সপ্তাহ ধরেই জন্ডিসে আক্রান্ত হচ্ছিলেন। প্রায় ২৪ জন একসঙ্গে অসুস্থ হওয়ায় উদ্বেগ আরও বাড়ে। পড়ুয়াদের অভিযোগ, হস্টেলের খাবারের নিম্নমান, স্বাস্থ্যবিধি না মানা এবং নোংরা পরিবেশের কারণেই সংক্রমণ ছড়াচ্ছে। এমনকি গত মাসে তিনজন জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলেও দাবি ওঠে। কিন্তু বারবার কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
advertisement
advertisement
সেই ক্ষোভ থেকেই মঙ্গলবার মধ্যরাতে হাজার হাজার ছাত্রছাত্রী ক্যাম্পাসে জড়ো হন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা। দুইটি গাড়ি, একটি বাস, একটি অ্যাম্বুল্যান্স ও কয়েকটি বাইকে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়। উত্তেজিত জনতার একটি অংশ আচার্যের বাংলোর কিছু অংশও ভাঙচুর করেন।
পরিস্থিতি সামাল দিতে পরে আরএসএস–ঘনিষ্ঠ ছাত্র সংগঠন এবিভিপি’র কর্মীরা এগিয়ে আসেন। পাশাপাশি সেহোরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিশাল পুলিশবাহিনী এসে ক্যাম্পাস ঘিরে ফেলে। তবে রাতভর উত্তেজনার পরও ভিআইটি কর্তৃপক্ষের তরফে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রকোপ বাড়ছিল জন্ডিসের! অভিযোগ জানিয়েও ফল মেলেনি! ছাত্র বিক্ষোভে হুলুস্থুল ভোপালের বিশ্ববিদ্যালয়
Next Article
advertisement
‘আমরা ট্যাক্স দিই এই জন্য?’ দিল্লির বিষাক্ত দূষণে নাক–গলার অস্ত্রোপচার ছোট্ট ছেলের, ভেঙে পড়লেন মা!
‘ট্যাক্স দিই এই জন্য?’ দিল্লির বিষাক্ত দূষণে নাক–গলায় অস্ত্রোপচার ছেলের, ভেঙে পড়লেন মা
  • সাক্ষী পাহাওয়ার ছেলের শারীরিক অবস্থা এতটাই খারাপ হয় যে চিকিৎসকদের অস্ত্রোপচার করতে হয়.

  • দিল্লি-এনসিআর দূষণের কারণে সাক্ষীর ছেলের শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যায়, চিকিৎসায় কাজ হয়নি.

  • দূষণের কারণে ছেলের অ্যাডিনয়েড ও টনসিল স্টেজ-৪ পর্যায়ে পৌঁছে যায়, অস্ত্রোপচার ছাড়া উপায় ছিল না.

VIEW MORE
advertisement
advertisement