Jammu & Kashmir Elections Results 2024: ৩৭০ ধারা বিলোপের পর ভূস্বর্গের ভোটে পর্যুদস্ত বিজেপি, কাশ্মীরে ক্ষমতায় 'ইন্ডিয়া'! এবার কে মুখ্যমন্ত্রী?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Jammu & Kashmir Elections Results 2024: অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর প্রথম ভোট জম্মু ও কাশ্মীরে। দীর্ঘ ১০ বছর পরে কাশ্মীরে বিধানসভা নির্বাচন হচ্ছে। কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী?
জম্মু-কাশ্মীর: হরিয়ানায় জয়ধ্বজা ওড়ালেও জম্মু-কাশ্মীরে দাঁত ফোটাতে পারল না বিজেপি। সকালে কংগ্রেস এগিয়ে গিয়েছিল হরিয়ানায়। তবে বেলা গড়াতেই ১৮০ ডিগ্রি ঘুরে যায় ফলাফল। বিজেপি এগিয়ে যায় হরিয়ানায়, যদিও জম্মু ও কাশ্মীরে গেরুয়া শিবির মুখ থুবড়ে পড়ে। সেখানে ন্যাশনাল কংগ্রেসের ঝড় ওঠে।
নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গিয়েছে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট। ন্যাশনাল কনফারেন্স এগিয়ে ৩৯ আসনে, কংগ্রেস ৮ আসনে, বিজেপি এগিয়ে আছে ২৮ আসনে। মেহবুবা মুফতির পিডিপি ৩ আসনে। এছাড়া, জেপিসি ২টি আসনে এবং সিপিআই(এম) ও ডিপিএপি ১টি করে আসনে এগিয়ে রয়েছে। ৮ আসনে এগিয়ে আছেন নির্দল প্রার্থীরা।
আরও পড়ুন- এই গান গাইতে গিয়ে গলা দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল সোনু নিগমের! ২৭ বছর পরেও তা সুপারহিট!
এদিকে, পূর্ণাঙ্গ ফলপ্রকাশের আগেই উপত্যকার ভোটে পরাজয় স্বীকার করেছেন মেহবুবার কন্যা ইলতিজা মুফতি। গোড়া থেকেই পিছিয়ে পড়েছিলেন তিনি। জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন পুত্র ওমর আবদুল্লা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটা জানালেন এনসি নেতা ফারুক আবদুল্লা।
advertisement
advertisement
আরও পড়ুন- কোন দেশে একটাও পথকুকুর নেই? উত্তর দিতে পারবেন না বেশিরভাগই…চ্যালেঞ্জ!
অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর প্রথম ভোট জম্মু ও কাশ্মীরে। দীর্ঘ ১০ বছর পরে কাশ্মীরে বিধানসভা নির্বাচন হচ্ছে। মোট ৯০টি আসনের মধ্যে ২৪টিতে ভোট হয়েছিল প্রথম দফায়, গত ১৮ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ২৬টিতে। ১ অক্টোবর বাকি ৪০টিতে। সকাল ৮টায় ভোটগণনা শুরু হয় জম্মু ও কাশ্মীরে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হবে।
advertisement
জম্মু ও কাশ্মীরের গত বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হয়েছিল মেহবুবা মুফতির পিডিপি। পরে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকারও গঠন করে তারা। প্রথমে মুখ্যমন্ত্রী হন মেহবুবার পিতা মুফতি মহম্মদ সইদ। পরে তাঁর মৃত্যুর পর মুখ্যমন্ত্রী হন কন্যা মেহবুবা। গত লোকসভা নির্বাচনে একলা লড়ে একটি আসনেও জেতেনি পিডিপি। অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে হেরে যান মেহবুবা।
advertisement
২০১৪ সালে শেষ বিধানসভা নির্বাচন হয়েছিল জম্মু ও কাশ্মীরে। আসন পুনর্বিন্যাসের আগে জম্মু ও কাশ্মীরে বিধানসভার মোট আসন ছিল ৮৭টি। মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) পেয়েছিল ২৮টি আসন। বিজেপি জিতেছিল ২৫টি আসনে। ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং কংগ্রেস যথাক্রমে ১৫ এবং ১২টি আসনে জয়ী হয়েছিল। পিপলস কনফারেন্স এবং সিপিএম যথাক্রমে ২টি এবং একটি আসনে জয়ী হয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2024 4:47 PM IST