Jammu and Kashmir Forest Fire: ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে লোকালয়ে! আতঙ্কে কাশ্মীরের গ্রামবাসীরা
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Jammu and Kashmir Fire: স্থানীয়দের কথায়, “আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছি কিন্তু হাওয়ার দাপটের কারণে তা ছড়িয়ে পড়ছে।”
#উধমপুর (জম্মু ও কাশ্মীর): শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় জঙ্গলে ভয়াবহ আগুন। রেঞ্জ অফিসার আয়ুশ গুপ্তা জানান, আগে আগুন নেভানো গেলেও কিছু দুষ্কৃতী আবার জঙ্গলে আগুন জ্বালিয়ে দিয়েছে। আয়ুশ বলেন, “সকালে জঙ্গলে আগুন লাগার খবর আমরা পেয়েছিলাম। সকাল সাড়ে ১০টা নাগাদ তা নিয়ন্ত্রণেও আনা হয়েছিল কিন্তু কিছু স্থানীয় লোকজন আবার ওই জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। অভিযুক্তের নাম সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে।” ওই আধিকারিক আরও জানিয়েছেন যে রাজ্য দুর্যোগ ত্রাণ বাহিনী (এসডিআরএফ) আগুন নেভাতে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সাহায্য করছেন। স্থানীয়দের কথায়, “আগুন আমাদের গ্রামের কাছে পৌঁছে যাচ্ছে। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করেছি কিন্তু হাওয়ার দাপটের কারণে তা ছড়িয়ে পড়ছে।” জীবন ও ঘরবাড়ির নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই শঙ্কিত গ্রামবাসীরা।
advertisement
#WATCH | Forest fire in J&K's Udhampur area continues to rage. Firefighting operations are underway Range Officer Dudu said, "Y'day we got info that a fire broke out in forest area. It was controlled by 10:30am but after this some locals set fire. Names of accused given to SDM." pic.twitter.com/y14Z5vVZY7
— ANI (@ANI) May 1, 2022
advertisement
“সবাই আতঙ্কিত। আমরা জঙ্গলের কাছাকাছিই থাকি। যদি সময়মতো আগুন নিয়ন্ত্রণ না করা হয় তবে এটি গ্রামে এমনকি আবাসিক এলাকায়ও ছড়িয়ে পড়তে পারে,” বলেন এক স্থানীয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 01, 2022 8:46 AM IST