কাশ্মীরকে নিশানা করতে তৈরি ৪০০ আতঙ্কবাদী

Last Updated:

আফগানিস্তানে ১২ এপ্রিল একটি অপারেশনের সময়ে নিরাপত্তারক্ষীদের চোখে পড়ে একটি জঙ্গি ক্যাম্প ৷ সেখান থেকেই এই বিষয়ে জানা গিয়েছে ৷

#নয়াদিল্লি: জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদ আফগানিস্তানে তাদের ক্যাম্পে ৪০০ জঙ্গিকে তৈরি করছে কাশ্মীরকে নিশানা করার জন্যে ৷ কাশ্মীরে জঙ্গিদের পাঠানোর আগে তাদের পরীক্ষা নেওয়ার জন্য তালিবানি ইউনিটে কিছু সময়ের জন্য পাঠানো হয়েছে ৷
আফগানিস্তানে ১২ এপ্রিল একটি অপারেশনের সময়ে নিরাপত্তারক্ষীদের চোখে পড়ে একটি জঙ্গি ক্যাম্প ৷ সেখান থেকেই এই বিষয়ে জানা গিয়েছে ৷ ক্যাম্প থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করার পর তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয় ৷ আর তাতেই প্রকাশ্যে আসে এই চাঞ্চল্যকর তথ্য ৷
দিল্লি ও কাবুলের সন্ত্রাসবিরোধী আধিকারিকরা মনে করেন যে ৪০০ জঙ্গিকে ইতিমধ্যেই প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়ে গিয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, ২৯ ফেব্রুয়ারি আমেরিকা ও তালিবানের মধ্যে হওয়া বোঝাপড়ার পর এই ক্যাম্পগুলি শুরু করা হয়েছে ৷ পাশাপাশি জানা গিয়েছে, লস্কর-এ-তৈবাও তাদের জঙ্গিদের এই ক্যাম্পে পাঠিয়েছে ৷
advertisement
advertisement
গ্রেফতার হওয়া জঙ্গিরা জানিয়েছে এই ক্যাম্পে প্রশিক্ষণ, অস্ত্র, ও সমর্থন পাকিস্তানের সেনা থেকে আসে ৷ তাদের তরফে আরও জানা গিয়েছে যে পাকিস্তান সেনার তরফে করা কভার ফায়ারে বেশ কিছু জঙ্গি পালিয়ে গিয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরকে নিশানা করতে তৈরি ৪০০ আতঙ্কবাদী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement