Jagdeep Dhankhar: ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনখড়! এখন কেমন আছেন?

Last Updated:

Jagdeep Dhankhar: আপাতত দিল্লির বঙ্গভবনে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যপাল(West Bengal Governor) জগদীপ ধনখড়।

 রাজ্যপাল জগদীপ ধনখড়৷ File Photo
রাজ্যপাল জগদীপ ধনখড়৷ File Photo
#নয়াদিল্লি : উত্তরবঙ্গ সফর সেড়ে দিল্লিতে ছুটি কাটাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankar)। সূত্রের খবর, ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন রাজ্যপাল। জব্বলপুর থেকে দিল্লি পৌঁছে শুক্রবার থেকে শরীরে জ্বর ছিল তাঁর। শনিবার রক্তপরীক্ষার পর ম্যালেরিয়া ধরা পড়েছে বলে সূত্রের খবর। আপাতত দিল্লির বঙ্গভবনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। চলছে চিকিৎসা।
সম্প্রতি সস্ত্রীক উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন রাজ্যপাল (West Bengal Governor) জগদীপ ধনখড় (Jagdeep Dhankar)। সপ্তমীর দিন সকালেই কলকাতা থেকে উত্তরবঙ্গে রওনা দেন রাজ্যপাল। দিন দশেক উত্তরবঙ্গে ছুটির মেজাজেই ছিলেন তিনি। উত্তরবঙ্গে থাকাকালীন স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনে চেপে দার্জিলিং (Darjeeling) থেকে ঘুম পর্যন্ত বেড়াতেও যান তিনি। ঘুমে পৌছে মিউজিয়ামও ঘুরে দেখেন তিনি। এরপরেই ক্রমশ খারাপ হয় উত্তরবঙ্গের আবহাওয়া। এরইমধ্যে বাগডোগরা হয়ে দিল্লি যান রাজ্যপাল।
advertisement
advertisement
দিন তিনেক আগে বাগডোগরা বিমানবন্দর থেকেই সরাসরি দিল্লি চলে যান জগদীপ ধনখড় (Jagdeep Dhankar)। গত তিনদিন সপরিবারে দিল্লিতে রাজ্য সরকারের সরকারি অতিথিশালাতেই রয়েছেন ধনখড় (Jagdeep Dhankar)। জানা গিয়েছে, দিল্লিতে উড়ে যাওয়ার সময় সুস্থই ছিলেন রাজ্যপাল। দিল্লিতে পা রাখার পর থেকেই অসুস্থ বোধ করেন তিনি Jagdeep Dhankar)। শুক্রবার হঠাৎ করে জ্বর আসে তাঁর। শনিবার তাঁর রক্তের নমুনা পরীক্ষা করা হয়।
advertisement
সূত্রের খবর, রাজ্যপালের রক্তের নমুনায় ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গিয়েছে। আপাতত দিল্লির (Delhi) বঙ্গভবনেই চিকিৎসা চলছে তাঁর। সেখানেই চিকিৎসকরা নিয়মিত তাঁর স্বাস্থ্যপরীক্ষা করছেন। সূত্রের খবর, আপাতত বিপন্মুক্ত তিনি। জ্বরও অনেকটা কমেছে। তবে, জ্বর না থাকলেও বেশ দুর্বল বোধ করছেন রাজ্যপাল। তবে সামগ্রিকভাবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই সূত্রের খবর।
advertisement
প্রসঙ্গত, রাজ্যপাল সচরাচর টুইটারে সক্রিয়। বিভিন্ন ইস্যুতে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইস্যুতে সরব হতে দেখা যায় তাঁকে। দার্জিলিংয়ে থাকাকালীনও নিয়মিত ট্যুইট করেছেন রাজ্যপাল। তবে, গত তিনদিন সেভাবে ট্যুইটারেও দেখা যায়নি তাঁকে। ২১ অক্টোবর শেষবার ট্যুইট করেছিলেন রাজ্যপাল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jagdeep Dhankhar: ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনখড়! এখন কেমন আছেন?
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement