দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে (Bangla News| WB By Election) দলের প্রার্থী উদয়ন গুহের (Udayan Guha)প্রচারে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এই সভাকে ঘিরে রবিবার শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে দিনহাটায়৷ দিনহাটা সংহতি ময়দানে সোমবার জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
প্রসঙ্গত, দিনহাটায় জিতেছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক। তিনি পেয়েছিলেন ১১৬০৩৫ ভোট। হেরে যান তৃণমূলের উদয়ন গুহ। তিনি পান ১১৫৯৭৮ ভোট। নিশীথ প্রামাণিক, সাংসদ, এখন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বিধায়কপদ থেকে পদত্যাগ করেন। তাই এই কেন্দ্রে ভোট হচ্ছে। ইতিমধ্যেই এই কেন্দ্রে প্রচারে পা দিয়েছেন ফিরহাদ হাকিম। কোচবিহারের দিনহাটায় তিনি প্রচার শুরু করে দিয়েছেন আগেই। এবার যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই গোটা কোচবিহার জুড়ে এক সাজ সাজ রব।
প্রবীর কুণ্ডু