‘শিশুর মতো আচরণ করছে রাহুল’, কাশ্মীর ইস্যুতে সোনিয়া পুত্রকে কটাক্ষ জম্মু-কাশ্মীরের রাজ্যপালের

Last Updated:

রাহুল গান্ধির কাশ্মীর মন্তব্যে সরগরম আন্তর্জাতিক রাজনীতি ৷ এমতাবস্থায় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করতে ছাড়লেন না জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক ৷

#শ্রীনগর: রাহুল গান্ধির কাশ্মীর মন্তব্যে সরগরম আন্তর্জাতিক রাজনীতি ৷ এমতাবস্থায় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করতে ছাড়লেন না জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক ৷ কাশ্মীর পরিস্থিতি নিয়ে রাহুল গান্ধির মন্তব্যকে হাতিয়ার করে রাষ্ট্রসংঘে চিঠি দিয়েছিল পাকিস্তান। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায়, এবার ইসলামাবাদকে আক্রমণ করে পরপর ট্যুইট করে নিজের অবস্থান স্পষ্ট করলেও বিরোধীদের হাত থেকে রেহাই পেলেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধি ।
সাংবাদিক সম্মেলনে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার মাঝেই রাহুল গান্ধিকে আক্রমণ সত্যপাল মালিকের ৷ বলেন, ‘রাহুল "political juvenile", রাজনীতি করতে এসে শিশুর মতো আচরণ করছে ৷’ রাহুলের কাশ্মীর সম্পর্কিত বিবৃতি নিয়ে প্রশ্ন করলে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল বলেন, রাজনীতিবিদদের সম্ভ্রান্ত পরিবারের অংশ হয়েও নাবালকের মতো আচরণ ৷ ওর দায়িত্বজ্ঞানহীন মন্তব্য পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের চিঠিতে ব্যবহার করেছে ৷ এই ধরনের আচরণ একদমই বাঞ্ছনীয় নয় ৷
advertisement
এর আগে শিমলা চুক্তি ও লাহোর চুক্তির পরেও জম্মু-কাশ্মীর কী করে ভারতের অভ্যন্তরীণ বিষয় হল, সংসদে এই প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়েছিলেন লোকসভায় কংগ্রেসের বর্তমান দলনেতা অধীররঞ্জন চৌধুরী। রাহুলের বিষয়ে কথা বলতে গিয়ে অধীরের মন্তব্যের কথাও টেনে আনেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ৷ এই নিয়ে আরও একবার কংগ্রেসকে আক্রমণ করে তা নিয়েও এ দিন ফের একবার কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন সত্যপাল। বলেন, ‘লোকসভায় নিজের দলনেতার সঙ্গেও কথা বলা উচিত রাহুলের ৷ এই মন্তব্যকেই বিরোধীরা হাতিয়ার করে ওদের বিরুদ্ধে ব্যবহার করবে ৷ তখন মানুষ ওদের জুতোপেটা করবে ৷’
advertisement
advertisement
বিজেপির অভিযোগ, শুধু ভিডিওই নয়, কেন্দ্র, কাশ্মীর ও ৩৭০ ধারা নিয়ে রাহুলের সাম্প্রতিক অনেক মন্তব্যই হাত শক্ত করেছে পাকিস্তানের। এমনকি কাশ্মীরের মানবাধিকার নিয়ে রাহুলের মন্তব্যকে হাতিয়ার করে রাষ্ট্রসংঘে দিল্লির বিরুদ্ধে নালিশও ঠুকেছে ইসলামাবাদ। পাকিস্তানের হাতের অস্ত্র হওয়ায়, স্বাভাবিকভাবেই চাপে পড়ে যান রাহুল গান্ধি। জাতীয়তাবাদী রাজনীতিতে ব্যাকফুটে চলে যাওয়ার আশঙ্কাও দেখা দেয়। তাই শেষমেষ চাপের মুখে পাকিস্তানকে আক্রমণ শানালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। বললেন, ‘কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। এক্ষেত্রে পাকিস্তানের নাক গলানোর জায়গা নেই।’ তবু তাতেও শেষ হচ্ছে না বিতর্ক ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘শিশুর মতো আচরণ করছে রাহুল’, কাশ্মীর ইস্যুতে সোনিয়া পুত্রকে কটাক্ষ জম্মু-কাশ্মীরের রাজ্যপালের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement