Viral Video: লকডাউন এফেক্ট?‌ ছাদে বসে ঘুড়ি ওড়াচ্ছে হনুমান, দেখুন ভিডিও

Last Updated:

ক’‌দিন আগে দিল্লির রাস্তায় দেখা গিয়েছে রেন ডিয়ার

#নয়া দিল্লি:‌ লকডাউনের মধ্যেই উঠে আসছে নানারকম মজার ভিডিও। লক্ষ লক্ষ মানুষ এখন গৃহবন্দী। আর সেই সময়েই শহরে নানা সময়ে এসে পড়ছে একাধিক পশু পাখি। ক’‌দিন আগে দিল্লির রাস্তায় দেখা গিয়েছে রেন ডিয়ার। কেরলে দেখা গিয়েছে ময়ূর। মানুষের ‘‌উৎপাত’‌ হীন সমাজে যেন প্রকৃতি নিজের মতো করে খেলে বেড়াচ্ছে।
এবার তেমনই এক অবাক করা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে, একটি বাড়ির ছাদে বসে মনের সুখে ঘুড়ি ওড়াচ্ছে একটি হনুমান। ভিডিও দেখা যাচ্ছে ঘুড়ির সুতো ধরে টানছে হনুমানটি আর যাঁরা ভিডিও করছিলেন, তাঁরা চিৎকার করে উৎসাহ দিচ্ছেন। শেষে পর্যন্ত ঠিক সুতো ধরে টেনে ঘুড়ি কাছে নিয়ে এসেছে হনুমানটি। আর এই ভিডিও ক্লিপ দেখে রীতিমতো উৎসাহিত নেটিজেনরা।
advertisement
advertisement
এই ভিডিওটি শেয়ার করে একজন লিখেছেন, ‘‌লকডাউনে মধ্যে বিবর্তনের কাজটা অনেক দ্রুত হচ্ছে। দেখুন, একটি হনুমান ঘুড়ি ওড়াচ্ছে।’‌ সুশান্ত নন্দা নামে এক আইএফএস অফিসারের শেয়ার করা এই ভিডিওটি সকাল থেকেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: লকডাউন এফেক্ট?‌ ছাদে বসে ঘুড়ি ওড়াচ্ছে হনুমান, দেখুন ভিডিও
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement