Piyush Jain House Raid: ১৯৪ কোটি টাকা, ২৩ কেজি সোনা! ভুল করে পীযুষ জৈনের বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর!

Last Updated:

Piyush Jain House Raid By IT: সমাজবাদী পার্টির বক্তব্য, পুষ্পরাজ জৈনের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ভুল করে পীযুষ জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

#নয়াদিল্লি : শুক্রবার কনৌজের বাসিন্দা সুগন্ধী ব্যবসায়ী পীযুষ জৈনের বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালায় আয়কর দপ্তর। তাঁর বাড়ি থেকে ১৯৪ কোটি টাকা, ২৩ কেজি সোনার গয়না উদ্ধার করেন আয়কর দপ্তরের আধিকারিকরা। বিষয়টিকে হাতিয়ার করে সমাজবাদী পার্টির বিরুদ্ধে আক্রমণ করতে শুরু করে দেয় বিজেপি।
স্বয়ং প্রধানমন্ত্রী কানপুরের সভায় বলেন, সুগন্ধীর মতো বেরিয়ে আসছে সমাজবাদী পার্টি জমানার দুর্নীতি। আর তাতেই বেরিয়ে আসে আসল সত্য। সমাজবাদী পার্টির তরফে বলা হয়, পুষ্পরাজ জৈনের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ভুল করে পীযুষ জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সপার আরও দাবি, সুগন্ধী তৈরি করেছিলেন তাদের দলেরই বিধান পরিষদের  সদস্য পুষ্পরাজ জৈন।
advertisement
আরও পড়ুন- অরুণাচল চিনের ম্যাপে "জ্যাংনান" বা "দক্ষিণ তিব্বত"
শুক্রবার সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, "কীভাবে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানলেন সেটা বিজেপির টাকা? বলা হচ্ছে, ভুল ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, সংস্থার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।" উল্লেখ্য, শুক্রবার সমাজবাদী পার্টির নেতা এবং সুগন্ধী ব্যবসায়ী পুষ্পরাজ সিং -এর বাড়িতে তল্লাশি চালিয়েছে আয়কর।
advertisement
advertisement
উত্তরপ্রদেশ, দিল্লি, মুম্বইয়ের ৫০টি জায়গায় তল্লাশি চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। দুদিন আগেই উত্তরপ্রদেশের কনৌজের ব্যবসায়ী পীযুষ জৈনের বাড়িতে তল্লাশি চালায় আয়কর আধিকারিকরা। তা নিয়ে সমাজবাদী পার্টির তরফে বলা হয়, কেন্দ্রীয় সংস্থার আসল লক্ষ্য ছিলেন পুষ্পরাজ জৈন। ভুল করে আয়কর আধিকারিকরা পীযুষ জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছেন বলে অভিযোগ করে সমাজবাদী পার্টি।
advertisement
আরও পড়ুন- ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য Corona Vaccine-এর নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু
উত্তরপ্রদেশের প্রাক্তন শাসক দলের দাবি, সমাজবাদী পার্টির নেতা পুষ্পরাজ জৈনের বাড়িতে তল্লাশির জায়গায় ভুল করে নিজেদের লোক পীযুষ জৈনের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।
ওদিকে, সংবাদমাধ্যমে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব বলেন, "ওদের কাছে বক্তৃতার খসড়া আগেই লেখা ছিল, সমাজবাদী পার্টি নেতার বাড়িতে আয়কর হানা হয়েছে, এটা কীভাবে সম্ভব? তল্লাশির আগে তাদের কাছে কে খবর পাঠিয়েছিল?  তার মানে এটাই দাঁড়ায়, তল্লাশির আগেই ওদের কাছে খবর ছিল।" বিরোধীদের অভিযোগ, ভোট আসতেই স্বভাবসিদ্ধ আচরণে বিরোধী নেতাদের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা লাগিয়ে দেওয়া হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Piyush Jain House Raid: ১৯৪ কোটি টাকা, ২৩ কেজি সোনা! ভুল করে পীযুষ জৈনের বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement