India-China: অরুণাচল চিনের ম্যাপে "জ্যাংনান" বা "দক্ষিণ তিব্বত"
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অরুণাচল প্রদেশের ১৫টি জায়গার 'নিজস্ব' নামকরণ করল চিন। চিনের ম্যাপে ভারতের এই রাজ্যকে "জ্যাংনান" অথবা "দক্ষিণ তিব্বত" বলে উল্লেখ করা হয়েছে। ২০১৭ সালে সেখানকার ৬টি জায়গার নামকরণ করে বেজিং। চিনের এই পদক্ষেপের পরেই মোদি সরকারকে তুলোধনা করেছে বিরোধীরা। নড়েচড়ে বসেছে ভারত।
#নয়াদিল্লি: চিনের সঙ্গে ভারতের ঠোকাঠুকি নতুন নয়। সে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হওয়ার চেষ্টাই হোক বা ডোকলাম ইস্যু হোক অথবা ইন্দো-চিন সীমান্তে ঘাঁটি তৈরি করাই হোক। যদিও ভারতের তরফে এখনও কোনও আক্রমণাত্মক পদক্ষেপ লক্ষ্য করা যায়নি চিনের প্রতি। বরং একাধিকবার কূটনৈতিক এবং সামরিক পর্যায়ে বৈঠক হয়েছে দুই দেশের। চিনের এই পদক্ষেপের পর ভারতের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, বেজিং এর এই পদক্ষেপ আসল সত্যকে পরিবর্তন করতে পারবে না যে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।উল্লেখ্য, অরুণাচল প্রদেশের ১৫টি জায়গার 'নিজস্ব' নামকরণ করল চিন। এবার থেকে সেই নামগুলি ব্যবহার করা হবে চিনের নিজস্ব ম্যাপে।
সরকারিভাবে অরুণাচলের এই জায়গাগুলির নামকরণ করেছে বেজিং। যে ১৫টি জায়গার নতুন নামকরণ করেছে চিনা সরকার, তারমধ্যে বাসযোগ্য এলাকা ৮টি, বাকি ৭টির মধ্যে রয়েছে পাহাড়, জঙ্গল, নদী ও গিরিপথ। চিনের তরফে এই ১৫টি জায়গাকে নিজেদের ভুখণ্ড বলে দাবি করা হয়েছে। সেদেশের সরকারি সংবাদমাধ্যমে তা প্রচারও করা হয়েছে। সরকারি নথিতে ১৫টি জায়গার চিনা নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
advertisement
যদিও বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, "এই প্রথম অরুণাচলের কোনও জায়গার নাম বদল করেনি চিন। ২০১৭ সালেও এই ধরণের পদক্ষেপ করে চিন।" তিনি আরও বলেছেন, "অরুণাচল সবসময়েই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং থাকবে। নতুন নাম দিয়ে এই সত্যকে পরিবর্তন করা যাবে না।" অরুণাচলকে চিনের ম্যাপে "জ্যাংনান" অথবা "দক্ষিণ তিব্বত" বলে উল্লেখ করা হয়েছে। ২০১৭ সালে সেখানকার ৬টি জায়গার নামকরণ করে বেজিং।
advertisement
advertisement
চিনের এই পদক্ষেপের পরেই মোদি সরকারকে তুলোধনা করেছে বিরোধীরা। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে টুইটারে লেখেন, "অরুণাচল প্রদেশের ১৫টি জায়গার নাম বদলে দিয়েছে চিন। সম্প্রতি উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে আমাদের ভুখণ্ডে দুটি গ্রাম তৈরি করেছে চিন। প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর বেজিং জনতা পার্টির নেতারা চিনের নাম পর্যন্ত করতে অস্বস্তিতে ভোগেন। ওদের তরফে চিনের আমাদের ভুমি দখলের বিষয়টি থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।"
advertisement
RAJIB CHAKRABORTY
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 01, 2022 2:18 PM IST