#নয়াদিল্লি: নতুন বছরের প্রথম দিনেই বড় খবর! কেননা ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত বাচ্চাদের করোনা (Coronavirus Vaccination) ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত প্রক্রিয়া শুরু ৷ আজ থেকেই সবাই কোউইনে নাম রেজিস্টার্ড করতে পারবেন ৷ Co-Win সাইটে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের নাম নথিভুক্তকরণ শুরু হয়ে গিয়েছে পয়লা জানুয়ারি ২০২২ থেকেই ৷ বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমেই নামনথিভুক্ত করা যাবে ৷ আরও পড়ুন : Omicron Death in India: দেশে ওমিক্রন আক্রান্ত দ্বিতীয় মৃত্যু, করোনা নেগেটিভ হয়েও শেষরক্ষা হল না!
ইতিমধ্যেই সারা দেশে ওমিক্রন সবার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ৷ কেননা ভারতে প্রতিদিনই বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা ৷ আরও বেশি আতঙ্কের বিষয় হল বাড়ছে মৃত্যু সংখ্যাও মহারাষ্ট্রের এক ব্যক্তি যিনি সদ্য নাই জেরিয়া থেকে ফিরেছেন ৫২ বছর বয়সী তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ ফলে দেশের দ্বিতীয় ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ওমিক্রন আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যুর হয়েছে রাজস্থানে (Omicron Death in India)। উদয়পুর জেলার ওই প্রবীণ ব্যক্তি টিকার দুটি ডোজও নিয়েছিলেন (Omicron Death in India)। কিন্তু শেষরক্ষা হল না। আরও পড়ুন : Covid 19: করোনার রূপভেদ আরও বাড়বে, আসবে আরও ঢেউ, ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত চিকিৎসকের
শুক্রবার পর্যন্ত করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা সারা দেশে ১,২৭০ ৷ বৃহস্পতিবার পর্যন্ত কলকাতাতেও ওমিক্রনে আক্রন্তের সংখ্যা পৌঁছেছে ১৬-তে ৷ শুক্রবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজারে পৌঁছেছে তাই কার্যত চিন্তা শুরু করেছেন স্বাস্থ্য আধিকারিকেরা কীভাবে রাশ টানা যায় এই মারণ জীবাণুর বিরুদ্ধে ৷
Published by:Arjun Neogi
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।