Big Breaking: ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য Corona Vaccine-এর নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য করোনার টিকার নাম নথিভুক্তকরণ শুরু ৷ Coronavirus Vaccination from 15 to 18 years started through Co-Win
#নয়াদিল্লি: নতুন বছরের প্রথম দিনেই বড় খবর! কেননা ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত বাচ্চাদের করোনা (Coronavirus Vaccination) ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত প্রক্রিয়া শুরু ৷ আজ থেকেই সবাই কোউইনে নাম রেজিস্টার্ড করতে পারবেন ৷ Co-Win সাইটে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের নাম নথিভুক্তকরণ শুরু হয়ে গিয়েছে পয়লা জানুয়ারি ২০২২ থেকেই ৷ বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমেই নামনথিভুক্ত করা যাবে ৷
আরও পড়ুন : Omicron Death in India: দেশে ওমিক্রন আক্রান্ত দ্বিতীয় মৃত্যু, করোনা নেগেটিভ হয়েও শেষরক্ষা হল না!
ইতিমধ্যেই সারা দেশে ওমিক্রন সবার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ৷ কেননা ভারতে প্রতিদিনই বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা ৷ আরও বেশি আতঙ্কের বিষয় হল বাড়ছে মৃত্যু সংখ্যাও মহারাষ্ট্রের এক ব্যক্তি যিনি সদ্য নাই জেরিয়া থেকে ফিরেছেন ৫২ বছর বয়সী তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ ফলে দেশের দ্বিতীয় ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ওমিক্রন আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যুর হয়েছে রাজস্থানে (Omicron Death in India)। উদয়পুর জেলার ওই প্রবীণ ব্যক্তি টিকার দুটি ডোজও নিয়েছিলেন (Omicron Death in India)। কিন্তু শেষরক্ষা হল না।
advertisement
advertisement
শুক্রবার পর্যন্ত করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা সারা দেশে ১,২৭০ ৷ বৃহস্পতিবার পর্যন্ত কলকাতাতেও ওমিক্রনে আক্রন্তের সংখ্যা পৌঁছেছে ১৬-তে ৷ শুক্রবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজারে পৌঁছেছে তাই কার্যত চিন্তা শুরু করেছেন স্বাস্থ্য আধিকারিকেরা কীভাবে রাশ টানা যায় এই মারণ জীবাণুর বিরুদ্ধে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 01, 2022 9:52 AM IST
