Water in Moon: চাঁদের মাটিতে আরও জলের সন্ধান, ইসরো গবেষণায় ইঙ্গিত বিজ্ঞানীদের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Water in Moon: চাঁদের মাটিতে আরও জলের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। চাঁদের দুই মেরুতে বরফ আকারে এই বিশাল পরিমাণ জল সঞ্চিত রয়েছে। চাঁদে জলের সন্ধান আগেই পাওয়া গিয়েছিল।
বেঙ্গালুরু: চাঁদের মাটিতে আরও জলের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। চাঁদের দুই মেরুতে বরফ আকারে এই বিশাল পরিমাণ জল সঞ্চিত রয়েছে। চাঁদে জলের সন্ধান আগেই পাওয়া গিয়েছিল। এ বার বিজ্ঞানীরা আগের তুলনায় অনেক বেশি পরিমাণ জলের সন্ধান পেয়েছেন। গবেষণা থেকে জানা গিয়েছে, দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরুতে প্রায় দ্বিগুণ পরিমাণ জল বরফ আকারে সঞ্চিত রয়েছে।
ইসরো এবং স্পেস অ্যাপলিকেশন সেন্টারের করা একটি স্টাডিতে চাঁদে বিপুল পরিমাণ জলের সন্ধান পাওয়া গিয়েছে। এই গবেষণায় যুক্ত ছিলেন আইআইটি ধানবাদ এবং আইআইটি কানপুরের গবেষকেরাও। গবেষণায় জানা গিয়েছে, চন্দ্রপৃষ্ঠের তুলনায় মাটির নীচে প্রায় ৫ থেকে ৮ গুণ বেশি জল বরফ আকারে সঞ্চিত রয়েছে। ইসরো আরও জানিয়েছে এই বিপুল পরিমাণ জল বরফ আকারে সঞ্চিত আছে চাঁদের দুই মেরুতে।
advertisement
advertisement
এই গবেষণায় বিজ্ঞানীরা সাতটি যন্ত্রের ব্যবহার করেছেন, যার মধ্যে রয়েছে র্যাডার, লেজার, অপটিক্যাল, নিউট্রন স্পেক্ট্রোমিটার, আলট্রাভায়োলেট স্পেক্ট্রোমিটার এভং থার্মাল রেডিওমিটার। তবে চাঁদে এই বিপুল পরিমাণ জলের হদিস পেয়ে উৎসাহিত বিজ্ঞানীরা। চাঁদের মাটিতে জলের সন্ধান পেতে সাহায্য করেছে ভারতের পাঠানো চন্দ্রযান ২-ও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2024 9:40 PM IST