Water in Moon: চাঁদের মাটিতে আরও জলের সন্ধান, ইসরো গবেষণায় ইঙ্গিত বিজ্ঞানীদের

Last Updated:

Water in Moon: চাঁদের মাটিতে আরও জলের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। চাঁদের দুই মেরুতে বরফ আকারে এই বিশাল পরিমাণ জল সঞ্চিত রয়েছে। চাঁদে জলের সন্ধান আগেই পাওয়া গিয়েছিল।

চাঁদের মাটিতে আরও জলের হদিস।
চাঁদের মাটিতে আরও জলের হদিস।
বেঙ্গালুরু: চাঁদের মাটিতে আরও জলের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। চাঁদের দুই মেরুতে বরফ আকারে এই বিশাল পরিমাণ জল সঞ্চিত রয়েছে। চাঁদে জলের সন্ধান আগেই পাওয়া গিয়েছিল। এ বার বিজ্ঞানীরা আগের তুলনায় অনেক বেশি পরিমাণ জলের সন্ধান পেয়েছেন। গবেষণা থেকে জানা গিয়েছে, দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরুতে প্রায় দ্বিগুণ পরিমাণ জল বরফ আকারে স‍ঞ্চিত রয়েছে।
ইসরো এবং স্পেস অ্যাপলিকেশন সেন্টারের করা একটি স্টাডিতে চাঁদে বিপুল পরিমাণ জলের সন্ধান পাওয়া গিয়েছে। এই গবেষণায় যুক্ত ছিলেন আইআইটি ধানবাদ এবং আইআইটি কানপুরের গবেষকেরাও। গবেষণায় জানা গিয়েছে, চন্দ্রপৃষ্ঠের তুলনায় মাটির নীচে প্রায় ৫ থেকে ৮ গুণ বেশি জল বরফ আকারে সঞ্চিত রয়েছে। ইসরো আরও জানিয়েছে এই বিপুল পরিমাণ জল বরফ আকারে সঞ্চিত আছে চাঁদের দুই মেরুতে।
advertisement
advertisement
এই গবেষণায় বিজ্ঞানীরা সাতটি যন্ত্রের ব্যবহার করেছেন, যার মধ্যে রয়েছে র‍্যাডার, লেজার, অপটিক্যাল, নিউট্রন স্পেক্ট্রোমিটার, আলট্রাভায়োলেট স্পেক্ট্রোমিটার এভং থার্মাল রেডিওমিটার। তবে চাঁদে এই বিপুল পরিমাণ জলের হদিস পেয়ে উৎসাহিত বিজ্ঞানীরা। চাঁদের মাটিতে জলের সন্ধান পেতে সাহায্য করেছে ভারতের পাঠানো চন্দ্রযান ২-ও।
বাংলা খবর/ খবর/দেশ/
Water in Moon: চাঁদের মাটিতে আরও জলের সন্ধান, ইসরো গবেষণায় ইঙ্গিত বিজ্ঞানীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement