ইজরায়েল যদি দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ে, ভারতীয় সেনাবাহিনীর সমস্যাই কি বাড়বে? নেতানিয়াহু যা বললেন!
- Published by:Tias Banerjee
Last Updated:
ইজরায়েল-ইরান সংঘাত দীর্ঘস্থায়ী হলে ভারতীয় সেনাবাহিনীর সমস্যা হতে পারে? ইজরায়েলি অস্ত্রের ৩৪ শতাংশ ভারত আমদানি করে। তবে যৌথ উদ্যোগে উৎপাদন চলায় সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা কতটা?
ইজরায়েল ও আমেরিকার ইরানে হামলার পর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে—ভারতের দিকে আসা অস্ত্র সরবরাহের উপর কি এর প্রভাব পড়বে? কারণ ভারত ইজরায়েল থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও প্রযুক্তিগত সামগ্রী কিনে থাকে।
রিপোর্ট অনুযায়ী, এই সংঘাত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা একাধিক কর্তৃপক্ষ জানিয়েছেন—ইজরায়েল-ইরানের চলমান সংঘাতের তাৎক্ষণিক প্রভাব ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র ও রক্ষণাবেক্ষণ পরিষেবায় পড়বে না। তবে এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়ে কয়েক মাস গড়ায়, তখন পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।
advertisement
advertisement

সেনা কর্মকর্তারা কী বলছেন?
এক উচ্চপদস্থ সামরিক আধিকারিক জানিয়েছেন—
“এই যুদ্ধ এখনই এতটাই প্রাথমিক পর্যায়ে যে, ভারতীয় সেনার হার্ডওয়্যার বা যন্ত্রাংশে এর কোনও প্রভাব পড়বে না। তবে যুদ্ধ দীর্ঘ হলে অস্ত্র সরবরাহে পরিবর্তন আসতে পারে।”
advertisement
এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ ভারত সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে চালানো ‘অপারেশন সিন্ধূর’-এ ব্যাপকভাবে ইজরায়েলি অস্ত্র ব্যবহার করেছে, এবং সেগুলো আবার পুনঃপ্রাপ্তি বা রিফারবিশমেন্টের প্রক্রিয়ায় রয়েছে।
ভারত ইজরায়েলের থেকে কী কী অস্ত্র কেনে?
গত এক দশকে ভারত ইজরায়েল থেকে মিসাইল, ড্রোন, সেন্সর, রাডার, এয়ার ডিফেন্স সিস্টেম ও স্মল আর্মস সহ বহু রকমের সামরিক সরঞ্জাম কিনেছে। এর মধ্যে উল্লেখযোগ্য:
advertisement

advertisement
ইজরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা কে?
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI)-এর তথ্য অনুযায়ী,
২০২০–২৪ সালে ইজরায়েল ছিল বিশ্বের অষ্টম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক (৩.১% গ্লোবাল শেয়ার) এবং ভারত ছিল ইজরায়েলের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক—৩৪% শেয়ারে। দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র (১৩%), এবং তৃতীয় ফিলিপিন্স (৮.১%)।
ভারতের প্রস্তুতি কী?
advertisement
অনেক ইজরায়েলি কোম্পানি ভারতীয় কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগ গড়ে তুলেছে এবং দেশে থেকেই উৎপাদন চালাচ্ছে। ফলে যুদ্ধ চললেও ভারতের জন্য সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা কম।
একজন আধিকারিক বলেন—
“ভারতের অনেক ইঞ্জিনিয়ারিং কোম্পানি ইজরায়েলের চুক্তিতে কাজ করে। তারা নিশ্চিত করবে, সরঞ্জামের জোগান ব্যাহত না হয়।”
তবে একটা বিষয় স্পষ্ট—যদি ইজরায়েল বড় ধরনের যুদ্ধের জালে জড়িয়ে পড়ে, এবং সেটা দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভবিষ্যতে ভারতকে বিকল্প উৎস বা দেশীয় উৎপাদনের উপর আরও বেশি জোর দিতে হতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 23, 2025 3:32 PM IST