Viral Jalebi: স্ত্রীর মনের 'প্যাঁচে' দিল্লির দাপুটে আইপিএস খেতে পারছেন না জিলিপি! ভাইরাল অফিসারের আক্ষেপ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
দিল্লির দাপুটে আইপিএস অফিসার সন্দীপ মিত্তল। কিন্তু স্ত্রীর দাপটের চোটে খেতে পারছেন না আশৈশব পছন্দের মিষ্টি জিলিপি (Viral Jalebi)।
#নয়াদিল্লি: দিল্লির দাপুটে আইপিএস অফিসার সন্দীপ মিত্তল। কিন্তু স্ত্রীর দাপটের চোটে খেতে পারছেন না আশৈশব পছন্দের মিষ্টি জিলিপি। আর সেই জিলিপি না পাওয়ার আক্ষেপই সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল হয়েছে। সেই সঙ্গে স্ত্রীর নজরে সেই আক্ষেপ-পোস্ট পড়ার পর তাঁর প্রত্যুত্তর নতুন করে জল্পনা বাড়িয়েছে আইপিএস অফিসারের এর পর কী হবে তা নিয়ে।
আসল ঘটনাটা খোলসা করে বলা যাক।
দিল্লির এই অফিসার ছোটবেলা থেকেই জিলিসি খেতে খুব ভালোবাসেন। কিন্তু জিলিপির প্যাঁচে মন নেই স্ত্রী রিচার। যার জেরে স্বামীকেও তিনি জিলিপি খেতে দেন না। ফলে জিলিপির আক্ষেপে মন কেমন অফিসারের। সেই কথা জানিয়ে ট্যুইটারে পোস্ট করেছিলেন সন্দীপ। তিনি লিখেছিলেন, 'আমার ছোটবেলায় জিলিপ বিক্রি হত ২৫ পয়সায়। আমি তখন ভাবতাম একবারে ৩-৪টি জিলিপি একসঙ্গে খাব। আমি যখন রোজগার করতে শুরু করলাম, তখন আমার স্ত্রী আমাকে জিলিপি খেতে দেন না।'
advertisement
advertisement
बचपन में २५ पैसे की एक बड़ी जलेबी आती थी। सोचते थे कि बड़े होने के बाद कमाएंगे और रोज़ तीन-चार जलेबी खाया करेंगे। अब कमाने लगे तो बीवी जलेबी खाने नहीं देती। pic.twitter.com/W9pxYWqnVY
— Dr. Sandeep Mittal, IPS 🇮🇳 (@smittal_ips) July 17, 2021
advertisement
आज आप घर आओ.... https://t.co/bBkz1CjoZi
— Office of Dr. Richa Mittal🇮🇳 (@drairicha) July 18, 2021
আর এই পোস্ট দেখে রিচা পাল্টা পোস্ট করেছেন, 'আজকে তুমি বাড়ি এসো'। অর্থাৎ, জিলিপির আক্ষেপ জানিয়ে সর্বসমক্ষে পোস্ট মোটেই মিষ্টি লাগেনি স্ত্রীর। ফলে ঝাঁঝালো জবাবে তিনি বুঝিয়ে দিয়েছেন, এদিন বাড়ি ফিরলে কপালে হয়তো দুঃখ আছে আইপিএস অফিসার স্বামীর।
advertisement
Maybe a plateful of jalebis? Be an optimist!!
— SB (@BrarSukhie) July 19, 2021
आज खैर नही मिस्टर मित्तल
— RK Vij (@ipsvijrk) July 18, 2021
Jalebi Ke Saath Gulab Jamun bhi 😀 pic.twitter.com/kEsTgpFpar
— Kalyan Sen (@IamSenKalyan) July 19, 2021
advertisement
সোশ্যাল মিডিয়ায় স্বামী-স্ত্রীর এমন 'মিষ্টি' যুদ্ধ অবশ্য মন কেড়েছে নেটিজেনের। অনেকেই মজা করে পাল্টা পোস্ট করেছেন জিলিপি নিয়ে। অনেকেই আবার সাবধান করেছেন মিত্তলবাবুকে। নেটমাধ্যমে আপাতত ভাইরাল হয়েছে এই জিলিপি-যুদ্ধ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2021 3:28 AM IST