Viral Jalebi: স্ত্রীর মনের 'প্যাঁচে' দিল্লির দাপুটে আইপিএস খেতে পারছেন না জিলিপি! ভাইরাল অফিসারের আক্ষেপ

Last Updated:

দিল্লির দাপুটে আইপিএস অফিসার সন্দীপ মিত্তল। কিন্তু স্ত্রীর দাপটের চোটে খেতে পারছেন না আশৈশব পছন্দের মিষ্টি জিলিপি (Viral Jalebi)।

স্ত্রীর মনের 'প্যাঁচে' দিল্লির দাপুটে আইপিএস খেতে পারছেন না জিলিপি! ভাইরাল অফিসারের আক্ষেপ
স্ত্রীর মনের 'প্যাঁচে' দিল্লির দাপুটে আইপিএস খেতে পারছেন না জিলিপি! ভাইরাল অফিসারের আক্ষেপ
#নয়াদিল্লি: দিল্লির দাপুটে আইপিএস অফিসার সন্দীপ মিত্তল। কিন্তু স্ত্রীর দাপটের চোটে খেতে পারছেন না আশৈশব পছন্দের মিষ্টি জিলিপি। আর সেই জিলিপি না পাওয়ার আক্ষেপই সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল হয়েছে। সেই সঙ্গে স্ত্রীর নজরে সেই আক্ষেপ-পোস্ট পড়ার পর তাঁর প্রত্যুত্তর নতুন করে জল্পনা বাড়িয়েছে আইপিএস অফিসারের এর পর কী হবে তা নিয়ে।
আসল ঘটনাটা খোলসা করে বলা যাক।
দিল্লির এই অফিসার ছোটবেলা থেকেই জিলিসি খেতে খুব ভালোবাসেন। কিন্তু জিলিপির প্যাঁচে মন নেই স্ত্রী রিচার। যার জেরে স্বামীকেও তিনি জিলিপি খেতে দেন না। ফলে জিলিপির আক্ষেপে মন কেমন অফিসারের। সেই কথা জানিয়ে ট্যুইটারে পোস্ট করেছিলেন সন্দীপ। তিনি লিখেছিলেন, 'আমার ছোটবেলায় জিলিপ বিক্রি হত ২৫ পয়সায়। আমি তখন ভাবতাম একবারে ৩-৪টি জিলিপি একসঙ্গে খাব। আমি যখন রোজগার করতে শুরু করলাম, তখন আমার স্ত্রী আমাকে জিলিপি খেতে দেন না।'
advertisement
advertisement
advertisement
আর এই পোস্ট দেখে রিচা পাল্টা পোস্ট করেছেন, 'আজকে তুমি বাড়ি এসো'। অর্থাৎ, জিলিপির আক্ষেপ জানিয়ে সর্বসমক্ষে পোস্ট মোটেই মিষ্টি লাগেনি স্ত্রীর। ফলে ঝাঁঝালো জবাবে তিনি বুঝিয়ে দিয়েছেন, এদিন বাড়ি ফিরলে কপালে হয়তো দুঃখ আছে আইপিএস অফিসার স্বামীর।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় স্বামী-স্ত্রীর এমন 'মিষ্টি' যুদ্ধ অবশ্য মন কেড়েছে নেটিজেনের। অনেকেই মজা করে পাল্টা পোস্ট করেছেন জিলিপি নিয়ে। অনেকেই আবার সাবধান করেছেন মিত্তলবাবুকে। নেটমাধ্যমে আপাতত ভাইরাল হয়েছে এই জিলিপি-যুদ্ধ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Jalebi: স্ত্রীর মনের 'প্যাঁচে' দিল্লির দাপুটে আইপিএস খেতে পারছেন না জিলিপি! ভাইরাল অফিসারের আক্ষেপ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement