International Labour Day 2022: শ্রমিকদের অধিকার রক্ষায় পালিত মে দিবস, 'সাথী'দের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
May Day In India 2022: ভারতে প্রথম শ্রম দিবস পালন হয়েছিল ১৯২৩ সালে। চেন্নাইতে হিন্দুস্তান লেবার কিসান পার্টি এই দিনটি প্রথম পালন করে।
International Labour Day2022: বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রম দিবস। মে দিবসের উদ্দেশ্যই হল শ্রমিকদের তাঁদের অধিকার সম্পর্কে সচেতন করা। যে কোনও কাজের মূলেই রয়েছে শ্রম। বিশ্বজুড়ে শ্রমিকদের বঞ্চনা ও শোষণের ইতিহাসকে স্মরণ করার দিন এটি। শুধু তাই নয়, শ্রমিকদের অধিকার ও শ্রমের যথোপযুক্ত মর্যাদাকে প্রতিষ্ঠার দিনও মে দিবস।
International Labour Day2022: ইতিহাস
শ্রম দিবসের উত্স লুকিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯ শতকের শ্রমিক সংগঠনের আন্দোলনে। ১৮৮৯ সালে মার্কসবাদী আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেস একটি বৃহৎ আন্তর্জাতিক বিক্ষোভের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে যাতে শ্রমিকদের দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করতে বাধ্য করা না হয়।
advertisement
advertisement
এরপর এটি বার্ষিক দিবসে পরিণত হয় এবং ১ মে দিনটিকে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৪ জুলাই, ১৮৮৯ সালে ইউরোপের সমাজতান্ত্রিক দলগুলির প্রথম আন্তর্জাতিক কংগ্রেসে দিনটির ঘোষণা করা হয় এবং ১ মে, ১৮৯০ সালে তা প্রথম স্বীকৃত হয়।
International Labour Day2022: তাৎপর্য
সারা বিশ্বের মানুষই শ্রমিকদের অধিকারের জন্য এবং শ্রমিকদের শোষণ থেকে মুক্ত করার জন্য আন্দোলন ও সংগঠন গড়ার বিষয়টিকে জোর দেন এই বিশেষ দিনে। ভারত এবং অন্যান্য অনেক দেশেই শ্রম দিবস একটি জাতীয় ছুটির দিন। এই দিনের বিশেষ শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
advertisement
Heartiest greetings on International Workers’ Day. We are proud of our working brothers and sisters, our Sathis, internationally, nationally, and in Bengal. Grateful best wishes to all of them and their family members.
— Mamata Banerjee (@MamataOfficial) May 1, 2022
advertisement
ভারতে শ্রম দিবস
ভারতে প্রথম শ্রম দিবস পালন হয়েছিল ১৯২৩ সালে। চেন্নাইতে হিন্দুস্তান লেবার কিসান পার্টি এই দিনটি প্রথম পালন করে। কমিউনিস্ট নেতা মালয়পুরম সিঙ্গারাভেলু চেত্তিয়ার শ্রমিকদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য ১ মে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার পক্ষে প্রথম সওয়াল করেন। আন্তর্জাতিক শ্রম সংগঠন বা International Labour Organization একটি সংস্থা যা স্বাধীনতা, সমতা, নিরাপত্তা এবং মর্যাদা বজায় রেখে সুন্দর এবং উত্পাদনশীল কর্মসংস্থানের সুযোগকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে। এর প্রধান লক্ষ্যগুলি হল কর্মক্ষেত্রের অধিকারের বিষয়টিকে প্রচার করা, মার্জিত কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধি করা, সামাজিক সুরক্ষা উন্নত করা এবং কর্মক্ষেত্র সম্পর্কিত নানা সমস্যা মোকাবিলায় আলোচনা জোরদার করা। ১৯১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক শ্রম সংগঠন উন্নয়নের জন্য শ্রম শান্তির মূল্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর কাজও করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 01, 2022 10:50 AM IST