'অমিতাভকে রাজনীতিতে এনো না', মৃত্যুর আগে রাজীবকে সতর্ক করেছিলেন ইন্দিরা গান্ধি
Last Updated:
রাজনীতি ও বলিউডের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ৷ বহু অভিনেতা-অভিনেত্রীরাই যোগ দিয়েছেন রাজনীতিতে ৷ এরমধ্যে অমিতাভের নাম উল্লেখযোগ্য ৷ নেহরু পরিবাররে সঙ্গে তাঁর যোগ ছিল অনেকদিনেরই ৷ তবে সে সব আজ অতীত ৷ রশিদ কিদওয়াই-এর বই 'নেতা-অভিনেতা: বলিউড স্টার পাওয়ার ইন ইন্ডিয়ান পলিটিক্স'-এ এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ৷
#মুম্বই: পারিবারিক বন্ধু বচ্চনদের রাজনীতিতে আনার পক্ষে ছিলেন না ইন্দিরা গান্ধি ৷ পুত্র রাজীবকে এ ব্যাপারে সতর্কও করেছিলেন তিনি ৷ মৃত্যুর কিছুদিন আগেই রাজীবকে ডেকে তাঁর ইচ্ছার কথা জানিয়ে দিয়েছিলেন ইন্দিরা ৷ মায়ের এমন মনোভাবে বেশ অবাকই হয়েছিলেন রাজীব ৷ যদিও পরবর্তীকালে অমিতাভকে রাজনীতিতে এনেছিলেন তিনি ৷
বচ্চন পরিবাররে সঙ্গে নেহরু পরিবাররে ঘনিষ্ঠতা ছিল অনেক বছর ধরেই ৷ তবে তাঁর প্রধানমন্ত্রীত্বে ইন্দিরা গান্ধি তেজি বচ্চনকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করেননি ৷ নার্গিসকে সেই জায়গায় নিয়ে এসেছিলেন মিসেস গান্ধী ৷ এরফলে বেশ ক্ষুন্নই হয়েছিলেন তেজি বচ্চন ৷ কিন্তু ইন্দিরা তাঁর নিজের বিবেচনায় স্থির ছিলেন ৷ এরপরই রাজীবকে সতর্ক করেছিলেন তিনি ৷
advertisement
রশিদ কিডওয়াইয়ের নতুন বই 'নেতা অভিনেতা বলিউড স্টার পাওয়ার ইন ইন্ডিয়ান পলিটিক্স'-এ এই তথ্য প্রকাশ পেয়েছে ৷ বলিউড ও রাজনীতির সম্পর্ক নিয়ে লিখতে গিয়ে উঠে এসেছে গান্ধী ও বচ্চনদের প্রসঙ্গ ৷ প্রবীণ কংগ্রেস নেতা এমএল ফোতেদারের বয়ান উল্লেখ করে এই সব তথ্য প্রকাশ করেছেন লেখক ৷ ফোতেদার আরও জানিয়েছেন যে নিজের রাজনৈতিক দায়িত্বে অমিতাভ কিছুটা উন্নাসিক ছিলেন ৷ কাজেও গাফিলতি ছিল তাঁর ৷ এরপরই নানা কারণে রাজনীতি থেকে সরে যান অমিতাভ ৷ ফোতেদারের বয়ান অনুযায়ী রাজীব গান্ধীর সঙ্গে বৈঠকেই এই সিদ্ধান্ত জানান অমিতাভ এবং সেই বৈঠকে বসেই নিজের পদত্যাগ পত্রটি লিখে দেন তিনি ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2018 11:54 AM IST