Indigo Airlines Flight: দেশজুড়ে Indigo পরিষেবায় ব্যাপক প্রভাব, দেরিতে উড়ছে বিমান! বিলম্বের কারণ জানাল সংস্থা...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
ক্রু স্বল্পতার কারণে দেশব্যাপী বেশ কিছু দিন যাবৎ ইন্ডিগো ফ্লাইট বিলম্বিত হয়েছে। ডিজিসিএ এই বিষয়ে বিমান সংস্থার কাছে ইতিমধ্যেই ব্যাখ্যা চেয়েছে।
ক্রু স্বল্পতার কারণে দেশব্যাপী বেশ কিছু দিন যাবৎ ইন্ডিগো ফ্লাইট বিলম্বিত হয়েছে। ডিজিসিএ এই বিষয়ে বিমান সংস্থার কাছে ইতিমধ্যেই ব্যাখ্যা চেয়েছে। শনিবার ইন্ডিগো নেটওয়ার্কে প্রায় ৫০ টি উড়ান ব্যাহত হয়। যদিও বিমান মন্ত্রক জানিয়েছে যে এর ফলে ৪৫ শতাংশ উড়ানের পরিষেবা প্রভাবিত হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) সমস্যাটি বিবেচনা করেছে এবং বিমান সংস্থা ইন্ডিগোকে (Indigo Airlines Flight) বিলম্বের বিষয়ে একটি স্পষ্টীকরণ জারি করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
advertisement
advertisement
Several IndiGo flights across the country delayed after the non-availability of crew members. pic.twitter.com/8km8evAQY1
— ANI (@ANI) July 3, 2022
প্রসঙ্গত, গত এক মাস বা তারও বেশি সময় ধরে কোভিড -১৯ (Covid-19) পরিস্থিতিতে ব্যাপক হারে কমেছে এয়ারলাইনসের টিকিটের চাহিদা। ইন্ডিগো শুক্রবার (১ জুলাই) লাদাখ, উত্তরাখণ্ড এবং কাশ্মীরে ভ্রমণের চাহিদা মেটাতে দিল্লি-লেহ, দিল্লি-শ্রীনগর এবং লখনউ-পন্তনগর রুটে অতিরিক্ত উড়ান পরিচালনা করতে শুরু করেছে।
advertisement
ইন্ডিগোর প্রধান কৌশল ও রাজস্ব কর্মকর্তা সঞ্জয় কুমার এদিন জানান, "আমরা দিল্লি-লেহ, দিল্লি-শ্রীনগর এবং লক্ষ্ণৌ-পন্তনগর রুটে উড়ানের সংখ্যা কিছুটা বাড়িয়ে আমাদের নেটওয়ার্ককে সাময়িকভাবে চাঙ্গা করতে পেরে সন্তুষ্ট।" এর ফলে লাদাখ, উত্তরাখণ্ড এবং কাশ্মীরে ভ্রমণের চাহিদা বাড়বে।
advertisement
অনুপ চক্রবর্তী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 03, 2022 5:51 PM IST