Egg Price Hike: মধ্যবিত্তের 'ডিম-ভাত'-এ মূল্যবৃদ্ধির থাবা! চড় চড় করে বাড়ছে ডিমের দাম, এক পিসের দর কত? জানুন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Egg Price Hike: পেট্রল-ডিজেল থেকে রান্নার গ্যাস। একের পর এক মূল্যবৃদ্ধির ধাক্কায় জেরবার মধ্যবিত্তের ডিম-ভাতেও ছ্যাঁকা। সাধারণ মানুষের জীবনে ডিম-ভাত, ডিম সেদ্ধ, ওমলেট, পোচ নিত্যদিনের প্রয়োজনীয় খাদ্যের মধ্যেই পড়ে। মাছ-মাংস না থাকলেও ডিম হলেই চলে যায়। কিন্তু সেই ডিমের দামও বেড়ে চলেছে সমানতালে।
ফের বাড়ল ডিমের দাম (Egg Price)। পেট্রল-ডিজেল থেকে রান্নার গ্যাস। একের পর এক মূল্যবৃদ্ধির ধাক্কায় জেরবার মধ্যবিত্তের ডিম-ভাতেও আবার ছ্যাঁকা। সাধারণ মানুষের জীবনে ডিম-ভাত, ডিম সেদ্ধ, ওমলেট, পোচ নিত্যদিনের প্রয়োজনীয় খাদ্যের মধ্যেই পড়ে। মাছ-মাংস না থাকলেও ডিম হলেই চলে যায়। কিন্তু সেই ডিমের দামও বেড়ে চলেছে সমানতালে। যার জেরে জেরবার আমজনতা।
advertisement
advertisement
advertisement
advertisement
অন্ধ্রপ্রদেশের বিভিন্ন বাজারে আজ, রবিবার ডিমের পাইকারি দাম ৪৯৬ টাকা। প্রতি ১০০টি ডিমের দাম হিসেবে। কলকাতায় সেই দাম প্রতি ১০০ ডিমের জন্য ৫৭১ টাকা। রোজ তিন কোটি ডিম লাগে। তার মধ্যে ২ কোটি ২০ লক্ষ রাজ্যেই উৎপাদন হয়। বাকি ৮০ লক্ষ আসে অন্ধ্রপ্রদেশ থেকে। সেখানে দাম বেড়ে গিয়েছে। তাই এখানেও তার প্রভাব পড়েছে।
advertisement