Babul Supriyo: রবিবাসরীয় মেজাজে মেয়েকে নিয়ে সময় কাটালেন বাবুল সুপ্রিয়! মেয়ের গান শুনে তারকা বাবার অনবদ্য প্রতিক্রিয়া

Last Updated:

Bubul Supriyo: বেশ লম্বা বিরতির পরে আজ রবিবার ফের ফেসবুকে সক্রিয় ছিলেন তৃণমূলের বালিগঞ্জের সদ্য জয়ী বিধায়ক বাবুল সুপ্রিয়। তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্টে এদিন রাজনীতির কচকচানি ছেড়ে বরং ঘরোয়া মেজাজেই পাওয়া গেল বাবুল সুপ্রিয়কে।

মেয়ের গানে বাবুল সুপ্রিয়
মেয়ের গানে বাবুল সুপ্রিয়
বেশ লম্বা বিরতির পরে আজ রবিবার ফের ফেসবুকে সক্রিয় ছিলেন তৃণমূলের বালিগঞ্জের সদ্য জয়ী বিধায়ক বাবুল সুপ্রিয়। তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্টে এদিন রাজনীতির কচকচানি ছেড়ে বরং ঘরোয়া মেজাজেই পাওয়া গেল বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo)।
advertisement
advertisement
মেয়ের একগুচ্ছ রেওয়াজের ভিডিও (Babul Supriyo Daughter Singing Video) শেয়ার করে বাবুল লিখলেন "কোনও কিছু ভালোবাসাই যথেষ্ট নয়, ভালোবাসাকে নিজের করে পেতে প্রত্যেককে আকাঙ্ক্ষা ও আবেগে পরিপূর্ণ হতে হবে। আমি সেই সত্যিকারের ভালবাসা এবং আবেগ দেখতে পাই আমার ছোট মেয়ে নয়নার মধ্যে যখন সে একা থাকা সত্ত্বেও গান ভালোবাসে। শুধু তাই নয়, গান শিখতে সে এতটাই বদ্ধপরিকর যে ততক্ষণ পর্যন্ত আমার বা আমার বাবার কাছছাড়া হয় না যতক্ষণ গানটি সে পুরোটা না শিখে নেয়।"
advertisement
পোস্টের একের পর এক গানের ভিডিওতে (Babul Supriyo Daughter Singing Video)  বাবুল-কন্যা নয়নাকে দেখা যায় নানা মজাদার মুডে। কখনও গান গাইতে গাইতে হালকা নাচের অঙ্গভঙ্গিও করছে ছোট্ট নয়না। একের পর এক হিন্দি ও বাংলা গানে মুহূর্তে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের মন জিতে নেয় ছোট্ট মেয়ে।
advertisement
এদিনের পোস্টে কোনও রাজনৈতিক নেতা হিসেবে নয়, বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) পাওয়া গেল এক আবেগে, আনন্দে ভরপুর পিতা হিসেবে। স্বভাবতই তাঁর এই পোস্টে অনুরাগীদের কমেন্ট উপচে পরেছে। সকলেই অতটুকু মেয়ের অধ্যাবসায় দেখে মুগ্ধ। বাবুল সুপ্রিয়র পাশাপাশি মেয়ে নয়নারও যে অচিরেই অনুরাগীর সংখ্যা নেহাত কম হবে না সে কথা বলাই যায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo: রবিবাসরীয় মেজাজে মেয়েকে নিয়ে সময় কাটালেন বাবুল সুপ্রিয়! মেয়ের গান শুনে তারকা বাবার অনবদ্য প্রতিক্রিয়া
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement