Indians Airlifted From Ukraine: প্রতীক্ষার অবসান, অবশেষে ঘরে ফেরা... ইউক্রেন থেকে ২১৯ জন ভারতীয়কে নিয়ে মুম্বই পৌঁছল এয়ার ইন্ডিয়ার প্রথম বিমান

Last Updated:

আজই আরও একটি বিমানের নয়াদিল্লিতে অবতরণ করার কথা

#মুম্বই: অবশেষে ঘরে ফেরা! প্রতীক্ষার অবসান! ২১৯ জন ভারতীয়কে নিয়ে এয়ার ইন্ডিয়ার প্রথম বিমান শনিবার রাত ৮টা নাগাদ মুম্বইয়ে অবতরণ করেছে (Indians Airlifted From Ukraine), ছত্রপতি শিবাজি মহারাজ এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে এমনটাই জানা যায়। আজই আরও একটি বিমানের নয়াদিল্লিতে অবতরণ করার কথা ৷ শনিবার বেলার দিকে রোমানিয়ার বুখারেস্ট থেকে ২১৯ জন ভারতীয়কে নিয়ে মুম্বইয়ের উদ্দেশে রওয়ানা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান (Indians Airlifted From Ukraine)।
ভারতীয় পড়ুয়াদের আরও একটি দলকে হাঙ্গেরির বুদাপেস্ট হয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে ৷ ইতিমধ্যেই ইউক্রেনের দিক থেকে হাঙ্গেরিতে প্রবেশ করেছেন ভারতীয় পড়ুয়ারা (Indians Airlifted From Ukraine)৷ সেখান থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানে তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে৷
advertisement
advertisement
রোমানিয়া থেকে বিমানে এয়ার লিফটের মাধ্যমে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে, এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আরও জানিয়েছেন, ‘‌ভারতীয়দের দেশে ফেরানোর জন্য আমাদের টিম সারাক্ষণ কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছি।’‌
advertisement
মুম্বইগামী এই বিমানের পাবলিক অ্যাড্রেস সিস্টেম-এর মাধ্যমে রোমানিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রাহুল শ্রীবাস্তবও ভারতীয় পড়ুয়াদের আশ্বস্ত করেছেন৷ তিনি জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত ইউক্রেনে থাকা প্রত্যেক ভারতীয়কে উদ্ধার করা হচ্ছে, এই অভিযান চলবে৷ বিমানে যাঁরা ফিরছেন তাঁদের সঙ্গে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের যোগাযোগ থাকলে এই বার্তা পৌঁছে দেওয়ার আর্জি জানান রাহুল শ্রীবাস্তব৷
advertisement
যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর ২৪ ফেব্রুয়ারি সকাল থেকে ইউক্রেনের আকাশসীমা অসামরিক বিমান পরিবহণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে৷ সেই কারণেই রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরির মতো ইউক্রেনের প্রতিবেশী দেশগুলি হয়ে ভারতীয়দের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে৷ তবে এখনও কয়েক হাজার ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছেন৷ তাঁদের মধ্যে অনেকেই প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন৷ খাবার, জল না মেলার অভিযোগও করেছেন তাঁরা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indians Airlifted From Ukraine: প্রতীক্ষার অবসান, অবশেষে ঘরে ফেরা... ইউক্রেন থেকে ২১৯ জন ভারতীয়কে নিয়ে মুম্বই পৌঁছল এয়ার ইন্ডিয়ার প্রথম বিমান
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement