Indian Railway: উৎসবের মরসুমে বাড়ি ফেরার দারুণ সুযোগ! উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে এবার ফেস্টিভ স্পেশাল, কবে কোন ট্রেন এখনই জানুন

Last Updated:

উৎসবের মরসুমে যাত্রীদের সুবিধার্থে, আনন্দ বিহার টার্মিনাল –জোগবানী এবং আনন্দ বিহার টার্মিনাল –পূর্ণিয়া জং-এর মধ্যে উভয় দিকে চারটি ট্রিপের জন্য দুই জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে।

কলকাতা: সামনের রবিবার কালীপুজো৷ দীপাবলি তারপর৷ এই উৎসবের মরসুমে ভিনরাজ্যে থাকা মানুষ বাড়ি ফিরবেন অনেকেই৷ সেই কথা ভেবে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে৷ তাহলে দেখে নেওয়া যাক, কী কী বিশেষ ট্রেন থাকছে এই উৎসবের মরসুমে৷
উৎসবের মরসুমে যাত্রীদের সুবিধার্থে, আনন্দ বিহার টার্মিনাল –জোগবানী এবং আনন্দ বিহার টার্মিনাল –পূর্ণিয়া জং-এর মধ্যে উভয় দিকে চারটি ট্রিপের জন্য দুই জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। সেই অনুযায়ী, ট্রেন নং. ০৪০১০ (আনন্দ বিহার টার্মিনাল – জোগবানী) স্পেশাল ০৭ থেকে ২৮ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রতি মঙ্গলবার ২৩:৪৫ ঘন্টায় আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার ০৫:২০ ঘণ্টায় যোগবানী পৌঁছবে।
advertisement
আরও পড়ুন: উৎসবের মরসুমে বাড়ি ফেরার দারুণ সুযোগ! উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে এবার ফেস্টিভ স্পেশাল, কবে কোন ট্রেন এখনই জানুন
ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৪০০৯ (জোগবানী –আনন্দ বিহার টার্মিনাল) স্পেশাল ০৯ থেকে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার ০৯:০০ ঘণ্টায় জোগবানী থেকে রওনা দিয়ে পরের দিন ১৬:০৫ ঘণ্টায় আানন্দ বিহার টার্মিনাল পৌঁছবে। ২০টি কোচ নিয়ে গঠিত এই ট্রেনটিতে যাত্রীদের জন্য এসি ৩-টিয়ার, স্লিপার ক্লাস ও সেকেন্ড সিটিং কোচ থাকবে।
advertisement
advertisement
আরেকটি ট্রেন নং. ০৪০৪৮ (আনন্দ বিহার টার্মিনাল – পূর্ণিয়া) স্পেশাল ০৮, ১১, ১৪ ও ১৭ নভেম্বর, ২০২৩ তারিখে ১৫:৩০ ঘন্টায় আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা দিয়ে পরের দিন ১৬:০৫ ঘণ্টায় পূর্ণিয়া পৌঁছবে। ফেরত আসার সময় ট্রেন নং. ০৪০৪৭ (পূর্ণিয়া –আনন্দ বিহার টার্মিনাল) স্পেশাল ০৯, ১২, ১৫, ও ১৮ নভেম্বর, ২০২৩ তারিখে ১৬:৫৫ ঘণ্টায় পূর্ণিয়া থেকে রওনা দিয়ে পরের দিন ১৭:৫০ ঘণ্টায় আানন্দ বিহার টার্মিনাল পৌঁছবে। ট্রেনটি যাত্রীদের জন্য সাধারণ সিটিং কোচ সহ অ-সংরক্ষিত হিসাবে চলবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: উৎসবের মরসুমে বাড়ি ফেরার দারুণ সুযোগ! উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে এবার ফেস্টিভ স্পেশাল, কবে কোন ট্রেন এখনই জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement