Train Cancellation: উত্তর ভারতে বন্যা পরিস্থিতির জেরে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন আপনার ট্রেন সেই তালিকায় আছে কি না
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Train Cancellation: রেলযাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা উত্তর-ভারত অভিগামী কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে
কলকাতা : প্রবল বৃষ্টির জন্য উত্তর ভারতগামী কিছু ট্রেন বাতিল। মুকুরিয়া স্টেশনে কয়েকটি ট্রেনের সাময়িক স্টপেজ দেওয়া হয়েছে। উত্তর ভারতের অনেক অংশে, বিশেষ করে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং হরিয়ানায় ক্রমাগত খারাপ আবহাওয়া এবং প্রবল বৃষ্টিপাত সেই অঞ্চলের স্বাভাবিক ট্রেন পরিষেবাগুলিকে প্রভাবিত করেছে। ফলে, রেলযাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা উত্তর-ভারত অভিগামী কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।
তাছাড়া, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে শ্রাবণী মেলার জন্য কাটিহার ডিভিশনের মুকুরিয়া রেলওয়ে স্টেশনে কয়েকটি ট্রেনের জন্য দুই মিনিটের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা বাবা গোরখনাথ ধামে তীর্থযাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে সহায়ক হবে।বাতিল হওয়া ট্রেনের বিশদ বিবরণ এবং অস্থায়ী স্টপেজ-এর তথ্য নিম্নরূপ।
ট্রেন পরিষেবা বাতিল:
advertisement
# ১৪ জুলাই, ২০২৩ তারিখে ডিব্রুগড় থেকে চণ্ডীগড় পর্যন্ত যাওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯০৩ (ডিব্রুগড় – চণ্ডীগড়) এক্সপ্রেস-এর যাত্রা বাতিল থাকবে।
advertisement
# ১৬ জুলাই, ২০২৩ তারিখে গুয়াহাটি থেকে উদয়পুর যাওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৬১৬ (গুয়াহাটি-উদয়পুর) সামার স্পেশাল-এর যাত্রা বাতিল থাকবে।
মুকুরিয়া স্টেশনে ট্রেনের অস্থায়ী স্টপেজ:
তীর্থযাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে আগামী ২ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত ট্রেন নং. ১৫৭১৯ কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১৫৭২০ শিলিগুড়ি-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস মুকুরিয়া স্টেশনে যথাক্রমে ০৬:৫১ ঘণ্টা এবং ১৭:১৩ ঘন্টায় পৌঁছাবে ও ০৬:৫৩ ঘন্টা এবং ১৭:১৫ ঘন্টায় ছাড়বে।
advertisement
তীর্থযাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে আগামী ২ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত ট্রেন নং. ১৫৪৬৩ বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১৫৪৬৪ শিলিগুড়ি-বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস মুকুরিয়া স্টেশনে যথাক্রমে ১৫:২৭ ঘণ্টা এবং ১১:০৩ ঘন্টায় পৌঁছাবে ও ১৫:২৯ ঘন্টা এবং ১১:০৫ ঘন্টায় ছাড়বে।
পূর্ব রেলের তরফেও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। দিল্লি সহ উত্তর রেলের একাধিক জায়গায় রেল চলাচল বিপর্যস্ত। যমুনা-সহ একাধিক নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু তাওয়াই এক্সপ্রেস বাতিল করা হয়েছে। কলকাতা অমৃতসর এক্সপ্রেস ও হাওড়া-দেরাদুন এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2023 8:12 AM IST