Indian Railways: পাহাড়ি আনারস এবার ট্রেনেই আসবে সারা দেশের জন্য, পণ্য পরিবহণে অভিনব ভাবনা ভারতীয় রেলের

Last Updated:

Indian Railways: স্থানীয় ভাবে উৎপাদিত আনারসের ২০০ প্যাকেট পরীক্ষামূলক লোডিং সফল ভাবে নিশ্চিত করেছে লামডিং ডিভিশন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
শিলিগুড়ি: পণ্য সামগ্রী পরিবহণ ব্যবস্থা উন্নত করতে এবং উন্নত গ্রাহক সংযোগ ব্যবস্থা প্রদান করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই ধরনের উদ্যোগগুলির অংশ হিসেবে গ্রাহকদের দ্বারা বিভিন্ন সামগ্রীর সহজ পরিবহণের লক্ষ্যে ২০২৩-এর জুন মাসে বহির্মুখী ও অন্তর্মুখী পণ্য ট্রাফিক হ্যান্ডলিং-এর জন্য আরও কিছু স্টেশন খুলে দেওয়া হয়েছে।
গ্রাহক সংযোগ ব্যবস্থা উন্নত করতে এবং পণ্য রাজস্ব বৃদ্ধি করতে লামডিং ডিভিশনের অন্তর্গত নিউ গুয়াহাটি স্টেশনটি (এনজিসি) ২৬ জুন, ২০২৩ তারিখ থেকে পার্সেল ভ্যানের মাধ্যমে পরিবহণের উদ্দেশ্যে অন্তর্মুখী পশুসম্পদ ট্র্যাফিক হ্যান্ডলিং-এর জন্য খোলা হয়েছে। ১৬ জুন, ২০২৩ তারিখ থেকে ছয় মাসের জন্য রঙিয়া ডিভিশনের অন্তর্গত মির্জা স্টেশনকে অন্তর্মুখী ও বহির্মুখী পণ্যসামগ্রী আজারা স্টেশনে নিয়ে যাওয়ার জন্য বিকল্পমূলক গুডস টার্মিনাল হিসেবে কাজ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: কলা কিন্তু সবার খাওয়া উচিত নয়! সর্বনাশ হতে পারে, কারণ জানলে মাথা ঘুরে যাবে
স্থানীয় ভাবে উৎপাদিত আনারসের ২০০ প্যাকেট পরীক্ষামূলক লোডিং সফল ভাবে নিশ্চিত করেছে লামডিং ডিভিশন। দেশের বিভিন্ন প্রান্তে উচ্চ চাহিদা থাকা এই আনারস ২০২৩-এর জুন মাসে তেজস রাজধানী এক্সপ্রেসের দ্বারা ত্রিপুরার ধর্মনগর থেকে নিউ দিল্লি পর্যন্ত পরিবহণ করা হয়েছে। এছাড়াও, কয়লা ও বালুর বহির্মুখী লোডিং বৃদ্ধির লক্ষ্যে ১২ জুন, ২০২৩ তারিখে তিনসুকিয়া ডিভিশনের পক্ষ থেকে কয়লা ও বালু লোডিঙের সম্ভাবনা অন্বেষণ করতে লাকোয়া, টুলি, ভজো ও নামরূপ অঞ্চলের ব্যবসায়ীদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত করা হয়।
advertisement
advertisement
পাশাপাশি তিনসুকিয়া ডিভিশনে ব্যালাস্ট ও বালু লোডিঙের সম্ভাবনা বিশ্লেষণ করতে ২৮ জুন, ২০২৩ তারিখে নিউ তিনসুকিয়া ও তালাপের ব্যবসায়ীদের সাথেও একটি বৈঠক অনুষ্ঠিত করা হয়। গ্রাহক সংযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নতুন টার্মিনাল খোলার ফলে পণ্যবাহী ট্রেনের লোডিং ও আনলোডিং বৃদ্ধি পেয়েছে, যার পরিণাম হিসেবে আগামী বছরগুলিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রাজস্ব আয় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, গ্রাহক সংযোগ উন্নত করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ধারাবাহিক ভাবে বিভিন্ন উদ্যোগ নিয়ে চলেছে। দুর্গম পরিবেশে সমস্ত ধরনের পণ্য পরিবহণে জোর রেলের। আনারস পরিবহণের কাজ শুরু হয়েছে।
advertisement
আবীর ঘোষাল
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: পাহাড়ি আনারস এবার ট্রেনেই আসবে সারা দেশের জন্য, পণ্য পরিবহণে অভিনব ভাবনা ভারতীয় রেলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement