Indian Railway: রাজধানী-সহ উত্তর পূর্ব ভারতের একাধিক ট্রেনের যাত্রাপথে বদল! জেনে নিন বিস্তারিত 

Last Updated:

Indian Railway: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নিউ বঙাইগাঁও-রঙিয়া-কামাখ্যা সেকশনে ট্রেন পরিচালনার দক্ষতা উন্নয়ন ও যানযট হ্রাস করতে সংশ্লিষ্ট সেকশনটির ডাবলিং-সহ বিভিন্ন ক্ষমতা বৃদ্ধির কাজ গ্রহণ করা হয়েছে।

রাজধানী-সহ উত্তর পূর্ব ভারতের একাধিক ট্রেনের যাত্রাপথে বদল! জেনে নিন বিস্তারিত 
রাজধানী-সহ উত্তর পূর্ব ভারতের একাধিক ট্রেনের যাত্রাপথে বদল! জেনে নিন বিস্তারিত 
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নিউ বঙাইগাঁও-রঙিয়া-কামাখ্যা সেকশনে ট্রেন পরিচালনার দক্ষতা উন্নয়ন ও যানযট হ্রাস করতে সংশ্লিষ্ট সেকশনটির ডাবলিং-সহ বিভিন্ন ক্ষমতা বৃদ্ধির কাজ গ্রহণ করা হয়েছে। এর সঙ্গে সম্পর্কযুক্ত, রঙিয়া ডিভিশনের অন্তর্গত বরপেটা রোড ও সরভোগ রেলওয়ে স্টেশনের মধ্যে ডাবল লাইন চালু করার জন্য ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত প্রি নন-ইন্টারলকিং কাজ এবং ২ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত নন-ইন্টারলকিং কাজ সম্পাদন করা হবে।
নন-ইন্টারলকিং কাজের জন্য নীচের বিবরণ অনুযায়ী ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ করার প্রয়োজন হবেঃ​
advertisement
ট্রেন পরিষেবার বাতিলকরণ:
➢ ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭৬৯/১৫৭৭০ (আলিপুরদুয়ার জং.-মরিয়নি-আলিপুরদুয়ার জং.) ইন্টারসিটি এক্সপ্রেসের চলাচল বাতিল থাকবে।
advertisement
➢ ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭৫৩/১৫৭৫৪ (আলিপুরদুয়ার জং.-গুয়াহাটি-আলিপুরদুয়ার জং.) শিফুং এক্সপ্রেসের চলাচল বাতিল থাকবে।
➢ ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৮০৯(নিউ বঙাইগাঁও-গুয়াহাটি) প্যাসেঞ্জারের চলাচল বাতিল থাকবে।
➢ ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৮১০(গুয়াহাটি-নিউ বঙাইগাঁও) প্যাসেঞ্জারের চলাচল বাতিল থাকবে।
advertisement
ট্রেনের পথ পরিবর্তন:
➢ ৩১ আগস্ট ও ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫০৬ (আনন্দ বিহার-কামাখ্যা) নর্থইস্ট এক্সপ্রেসটি নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করবে। একইভাবে, ৩১ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫০৫ (কামাখ্যা-আনন্দ বিহার) নর্থইস্ট এক্সপ্রেসটি কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।
advertisement
➢ ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৫৭ (দিল্লি-কামাখ্যা) ব্রহ্মপুত্র মেল নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করবে।
➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬২৫ (দেওঘর-আগরতলা) এক্সপ্রেস নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করবে।
➢ ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯০৪ (চণ্ডীগড়-ডিব্রুগড়) এক্সপ্রেস নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করবে।
advertisement
➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২০৫০৪ (নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করবে।
➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৪২৪/১২৪২৩ (নিউ দিল্লি-ডিব্রুগড়-নিউ দিল্লি) রাজধানী এক্সপ্রেস যথাক্রমে নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা এবং কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।
advertisement
➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৩১ (বাড়মের-গুয়াহাটি)এক্সপ্রেস নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করবে।
➢ ৩১ আগস্ট, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৩৪ (গুয়াহাটি-বার্মার)এক্সপ্রেস কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।
advertisement
➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২০৫০১ (আগরতলা-আনন্দ বিহার) তেজস এক্সপ্রেস কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।
➢ ৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫১০ (গুয়াহাটি-এসএমভিটি বাঙ্গালুরু) এক্সপ্রেস কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।
➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯৬০ (ডিব্রুগড়-হাওড়া)এক্সপ্রেস কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।
ট্রেনের সময় পুনর্নির্ধারণ:
➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯৬১ (হাওড়া-ডিব্রুগড়)কামরূপ এক্সপ্রেসটির হাওড়া থেকে রওনা দেওয়ার সময় থেকে ছয় (০৬)ঘণ্টার মধ্যে পুনর্নির্ধারণ করা হয়েছে।
➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২০৫০৫ (ডিব্রুগড়-নিউ দিল্লি)রাজধানী এক্সপ্রেসটির ডিব্রুগড় স্টেশন থেকে রওনা দেওয়ার সময় থেকে তিন (০৩)ঘণ্টার মধ্যে পুনর্নির্ধারণ করা হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: রাজধানী-সহ উত্তর পূর্ব ভারতের একাধিক ট্রেনের যাত্রাপথে বদল! জেনে নিন বিস্তারিত 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement