Indian Railway: রাজধানী-সহ উত্তর পূর্ব ভারতের একাধিক ট্রেনের যাত্রাপথে বদল! জেনে নিন বিস্তারিত
- Published by:Ankita Tripathi
Last Updated:
Indian Railway: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নিউ বঙাইগাঁও-রঙিয়া-কামাখ্যা সেকশনে ট্রেন পরিচালনার দক্ষতা উন্নয়ন ও যানযট হ্রাস করতে সংশ্লিষ্ট সেকশনটির ডাবলিং-সহ বিভিন্ন ক্ষমতা বৃদ্ধির কাজ গ্রহণ করা হয়েছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নিউ বঙাইগাঁও-রঙিয়া-কামাখ্যা সেকশনে ট্রেন পরিচালনার দক্ষতা উন্নয়ন ও যানযট হ্রাস করতে সংশ্লিষ্ট সেকশনটির ডাবলিং-সহ বিভিন্ন ক্ষমতা বৃদ্ধির কাজ গ্রহণ করা হয়েছে। এর সঙ্গে সম্পর্কযুক্ত, রঙিয়া ডিভিশনের অন্তর্গত বরপেটা রোড ও সরভোগ রেলওয়ে স্টেশনের মধ্যে ডাবল লাইন চালু করার জন্য ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত প্রি নন-ইন্টারলকিং কাজ এবং ২ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত নন-ইন্টারলকিং কাজ সম্পাদন করা হবে।
নন-ইন্টারলকিং কাজের জন্য নীচের বিবরণ অনুযায়ী ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ করার প্রয়োজন হবেঃ
advertisement
ট্রেন পরিষেবার বাতিলকরণ:
➢ ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭৬৯/১৫৭৭০ (আলিপুরদুয়ার জং.-মরিয়নি-আলিপুরদুয়ার জং.) ইন্টারসিটি এক্সপ্রেসের চলাচল বাতিল থাকবে।
advertisement
➢ ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭৫৩/১৫৭৫৪ (আলিপুরদুয়ার জং.-গুয়াহাটি-আলিপুরদুয়ার জং.) শিফুং এক্সপ্রেসের চলাচল বাতিল থাকবে।
➢ ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৮০৯(নিউ বঙাইগাঁও-গুয়াহাটি) প্যাসেঞ্জারের চলাচল বাতিল থাকবে।
➢ ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৮১০(গুয়াহাটি-নিউ বঙাইগাঁও) প্যাসেঞ্জারের চলাচল বাতিল থাকবে।
advertisement
ট্রেনের পথ পরিবর্তন:
➢ ৩১ আগস্ট ও ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫০৬ (আনন্দ বিহার-কামাখ্যা) নর্থইস্ট এক্সপ্রেসটি নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করবে। একইভাবে, ৩১ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫০৫ (কামাখ্যা-আনন্দ বিহার) নর্থইস্ট এক্সপ্রেসটি কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।
advertisement
➢ ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৫৭ (দিল্লি-কামাখ্যা) ব্রহ্মপুত্র মেল নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করবে।
➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬২৫ (দেওঘর-আগরতলা) এক্সপ্রেস নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করবে।
➢ ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯০৪ (চণ্ডীগড়-ডিব্রুগড়) এক্সপ্রেস নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করবে।
advertisement
➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২০৫০৪ (নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করবে।
➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৪২৪/১২৪২৩ (নিউ দিল্লি-ডিব্রুগড়-নিউ দিল্লি) রাজধানী এক্সপ্রেস যথাক্রমে নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা এবং কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।
advertisement
➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৩১ (বাড়মের-গুয়াহাটি)এক্সপ্রেস নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করবে।
➢ ৩১ আগস্ট, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৩৪ (গুয়াহাটি-বার্মার)এক্সপ্রেস কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।
advertisement
➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২০৫০১ (আগরতলা-আনন্দ বিহার) তেজস এক্সপ্রেস কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।
➢ ৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫১০ (গুয়াহাটি-এসএমভিটি বাঙ্গালুরু) এক্সপ্রেস কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।
➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯৬০ (ডিব্রুগড়-হাওড়া)এক্সপ্রেস কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।
ট্রেনের সময় পুনর্নির্ধারণ:
➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯৬১ (হাওড়া-ডিব্রুগড়)কামরূপ এক্সপ্রেসটির হাওড়া থেকে রওনা দেওয়ার সময় থেকে ছয় (০৬)ঘণ্টার মধ্যে পুনর্নির্ধারণ করা হয়েছে।
➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২০৫০৫ (ডিব্রুগড়-নিউ দিল্লি)রাজধানী এক্সপ্রেসটির ডিব্রুগড় স্টেশন থেকে রওনা দেওয়ার সময় থেকে তিন (০৩)ঘণ্টার মধ্যে পুনর্নির্ধারণ করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2024 3:54 PM IST