Nagaland-Manipur railway survey work: মিলল ভারতীয় রেলের অনুমোদন, নাগাল্যান্ড-মণিপুর রেলপথ জরিপের কাজ শুরু
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
জুবজা-ইম্ফল নতুন লাইনের প্রকল্পটি নাগাল্যান্ড ও মণিপুর উভয় রাজ্যের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ প্রদান করবে, যা রেলওয়ে ট্র্যাফিকের উন্নত চলাচলে সাহায্য করবে।
কলকাতা: আন্তঃরাজ্য সংযোগ ব্যবস্থা বৃদ্ধি করতে জুবজা থেকে ইম্ফল পর্যন্ত নতুন লাইনের চূড়ান্ত স্থানের জরিপে অনুমোদন দিল ভারতীয় রেল। যোগাযোগ ব্যবস্থা বাড়াতে এই কাজ দ্রুত করতে চায় রেল কর্তৃপক্ষ৷ উত্তর-পূর্বাঞ্চলে সংযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ভারতীয় রেলওয়ে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করছে। রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে সম্প্রতি ১৪০ কিমি জুবজা (নাগাল্যান্ড)-ইম্ফল (মণিপুর) নতুন লাইন প্রকল্পের ফাইনাল লোকেশন সার্ভের (এফএলএস) জন্য অনুমোদন জানানো হয়েছে।
জুবজা-ইম্ফল নতুন লাইনের প্রকল্পটি নাগাল্যান্ড ও মণিপুর উভয় রাজ্যের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ প্রদান করবে, যা রেলওয়ে ট্র্যাফিকের উন্নত চলাচলে সাহায্য করবে। এই প্রত্যক্ষ যোগাযোগের ফলে মানুষ ও উপকরণ উভয়ের জন্য পরিবহণের সময়, ব্যয় ও দূরত্ব হ্রাস করবে, যার ফলে সংশ্লিষ্ট এলাকা ও সমগ্র অঞ্চলের আর্থ-সামাজিক ব্যবস্থার এক বৃহৎ উন্নতি ঘটবে। নতুন স্টেশন, সড়ক যোগাযোগ, গুডস ইয়ার্ড, ব্যবসার মতো পরিকাঠামোমূলক উন্নয়নের ফলে নিকটবর্তী জেলাগুলির সামগ্রিক অর্থনৈতিক বিকাশ ঘটবে। পণ্য সামগ্রীর বিরামহীন চলাচলের ফলে পণ্য পরিষেবা ব্যবহারের দ্বারা বিদ্যমান ব্যবসার জন্য উল্লেখযোগ্যভাবে ব্যয় হ্রাস পাবে।
advertisement
advertisement
অসমের ধনসিরি স্টেশন থেকে কোহিমা সংলগ্ন জুবজা পর্যন্ত ডিমাপুর-কোহিমা নতুন রেলওয়ে লাইন প্রকল্পের কাজও অগ্রগতির পর্য্যায়ে আছে। এছাড়াও, দেশের অবশিষ্ট অংশের সাথে মণিপুরের রাজধানী শহর ইম্ফলকে সংযুক্ত করতে জিরিবাম-ইম্ফল নতুন লাইন রেলওয়ে প্রকল্পের কাজও পূর্ণগতিতে চলছে।
advertisement
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ‘উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে রাজ্যের রাজধানী সংযোগী প্রকল্প এবং আন্তর্জাতিক সংযোগী প্রকল্পের একটি অংশ হিসেবে জুবজা (নাগাল্যান্ড)-ইম্ফল (মণিপুর)নতুন লাইন প্রকল্পের জন্য অনুমোদিত চূড়ান্ত স্থানের সমীক্ষা এই অঞ্চলের আন্তঃরাজ্য সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি প্রত্যক্ষ রুট প্রদান করবে। অশান্ত মণিপুরে রেলের কাজ অবশ্য চলছে। গতবছর প্রাকৃতিক দূর্যোগের কারণে এই অংশে কাজ বন্ধ ছিল দীর্ঘ সময়। এবার দ্রুত সেই কাজ করতে চাইছে রেল মন্ত্রক। কাজে যাতে কোনও বাধা না আসে সেই ব্যাপারে সতর্ক প্রশাসন।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 28, 2023 8:03 AM IST








