Indian Rail: রেলের ইঞ্জিনে এবার 'AI'-এর চোখ! সন্দেহভাজন কিছু ধরা পড়লেই সতর্ক করবে লোকো পাইলটকে
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Indian Rail: ভারতীয় রেলওয়ে এবার রেল ট্র্যাকে রড, সিলিন্ডার বা অন্যান্য সমস্যা থেকে দুর্ঘটনা রোধ করতে একটি বড় পদক্ষেপ নিয়েছে। এর জন্য রেল ইঞ্জিনগুলিতে এআই ভিত্তিক ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
নয়াদিল্লি: রেল ট্র্যাকে কোনও সন্দেহজনক বস্তু রাখা থাকলেও অনেক সময় লোকোপাইলট তা দেখতে পান না৷ তবে ট্রেনে যদি এআই প্রযুক্তির চোখ থাকে তাহলে হয়তো সেই সমস্যার সমাধান হবে৷ এআই তা দেখতে পেলেই সঙ্গে সঙ্গেই লোকোপাইলটকে সতর্ক করে দেবে। কমবে দুর্ঘটনা, বাঁচবে মানুষের জীবন৷
advertisement
ভারতীয় রেলওয়ে এবার রেল ট্র্যাকে রড, সিলিন্ডার বা অন্যান্য সমস্যা থেকে দুর্ঘটনা রোধ করতে একটি বড় পদক্ষেপ নিয়েছে। এর জন্য রেল ইঞ্জিনগুলিতে এআই ভিত্তিক ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রক অনুযায়ী, খুব শীঘ্রই এই উদ্যোগের কাজ শুরু হবে।
আরও পড়ুন: IRCTC দিচ্ছে দারুণ সুযোগ, কম খরচে ঘুরে আসুন ভুবনেশ্বর, চিল্কা এবং পুরী! কীভাবে বুক করবেন জানুন
advertisement
মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, ট্রেন ও রেলপথের নিরাপত্তা বাড়াতে প্রায় ১৪,০০০ ইঞ্জিনে এআই ভিত্তিক ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলির বিশেষত্ব হল এগুলি সাধারণ ক্যামেরা নয়, বরং এতে লেজার প্রযুক্তিও থাকবে। যদি ট্র্যাকে কোনও সন্দেহজনক বস্তু দেখা যায়, তবে লেজার লাইট রিফ্লেক্ট হয়ে ক্যামেরার কাছে ফিরে আসবে। যেহেতু ক্যামেরা এআই ভিত্তিক হবে, তাই এটি দ্রুত মেসেজ পাঠিয়ে লোকোপাইলটকে সতর্ক করবে, যাতে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। মন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পে কাজ শুরু হয়ে গিয়েছে এবং আগামী এক বছরের মধ্যে পুরো কাজ সম্পন্ন হবে।
advertisement
আরও পড়ুন: ট্রেনের টিকিটে ‘এই’ কোড থাকলেই বুঝবেন তা নিশ্চিত হওয়ার সম্ভাবনা কম! আগে থেকে সতর্ক হয়ে যান
মন্ত্রকের মতে, প্রতিটি ইঞ্জিনে চারটি ক্যামেরা লাগানো হবে — দুটি সামনে এবং দুটি পিছনে। এই ক্যামেরাগুলি দু’দিকের দিকে নজর রাখতে সক্ষম হবে। এআই ক্যামেরা লেজার প্রযুক্তির মাধ্যমে দূর থেকে সন্দেহজনক বস্তু দেখতে পারবে। এআই ইমেজের মাধ্যমে এর সঠিক পরিচয় নির্ধারণ করা হবে, যেমন এটি কোনও প্রাণী, মানুষ, বা বিস্ফোরক বস্তু কি না। ক্যামেরাটি দ্রুত সতর্কতা পাঠাবে, যাতে লোকোপাইলট সঠিক সময়ে জরুরি ব্রেক লাগাতে পারেন। এর বিশেষত্ব হল, এটি নির্দিষ্ট দূরত্ব থেকে সন্দেহজনক বস্তু চিনতে পারবে, যার ফলে লোকোপাইলট যথাসময়ে পদক্ষেপ নিতে সক্ষম হবেন।
advertisement
মন্ত্রকের কর্মকর্তারা জানান যে, এআই ক্যামেরাকে জরুরি ব্রেকের সঙ্গে সংযুক্ত করার জন্যও গবেষণা চলছে, যাতে এই ধরনের পরিস্থিতিতে ক্যামেরা নিজেই ব্রেক লাগিয়ে ট্রেনটি থামাতে পারে। এর ফলে দুর্ঘটনার সম্ভাবনা প্রায় শূন্য হয়ে যাবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2024 7:32 PM IST