Osman Hadi Murder Update: হাদি খুনে মূল দুই অভিযুক্ত এখনও অধরা, ঢাকা পুলিশের দাবির পর খবর ভারতীয় গোয়েন্দা সূত্রে!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
হাদি হত্যাকাণ্ডের পর এখনও পর্যন্ত ঢাকাকে যে তথ্য ভারতীয় গোয়েন্দারা দিয়েছেন, তা পুরোপুরি সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধির উপরে নির্ভর করে৷
বাংলাদেশে খুন হওয়া ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির হত্যায় জড়িত কোনও সন্দেহভাজনকেই এখনও ভারতে গ্রেফতার করা হয়নি৷ ভারতীয় শীর্ষ গোয়েন্দা সূত্রে এমনই খবর৷ হাদি খুনে অভিযুক্ত প্রধান দুই সন্দেহভাজনের ভারতে গ্রেফতার হওয়ার খবরের কোনও সরকারি স্বীকৃতি নেই বলেই ওই সূত্রের দাবি৷
ওই সূত্রের দাবি, হাদি হত্যাকাণ্ডের পর এখনও পর্যন্ত ঢাকাকে যে তথ্য ভারতীয় গোয়েন্দারা দিয়েছেন, তা পুরোপুরি সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধির উপরে নির্ভর করে৷
সরকারি ওই আধিকারিকদের দাবি, ঢাকা পুলিশের সঙ্গে তথ্যের আদান প্রদান চললেও হাদি খুনের সঙ্গে জড়িত দুই সন্দেহভাজনকে মেঘালয়ে হেফাজতে নেওয়ার কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি৷ গোয়েন্দা সূত্রের দাবি, সম্ভবত ওই দুই সন্দেহভাজন হালুয়াঘাট- গারো পার্বত্য অঞ্চল লাগোয়া সীমান্ত এলাকা ব্যবহার করে ভারতে এসে আত্মগোপন করে থাকতে পারে৷ সাধারণত শরণার্থী এবং চোরাকারবারীরা ওই গোপন পথ ব্যবহার করে৷
advertisement
advertisement
সূত্রের আরও খবর, দুই সন্দেহভাজনকে হেফাজতে নিতে ঢাকা পুলিশ মেঘালয়া পুলিশের সাহায্য চাইলেও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি৷
যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশের এখনও দাবি, হাদি খুনে দুই প্রধান অভিযুক্ত শ্যুটার ফয়জাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখ ওসমান হাদিকে গুলি করার পর সীমান্ত পেরিয়ে ভারতেই পালিয়ে এসেছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 28, 2025 8:28 PM IST










