'এয়ার ইন্ডিয়া'-র ৭৬ শতাংশ স্বত্ব বিক্রি করার সিদ্ধান্ত নিল ভারত সরকার
Last Updated:
'এয়ার ইন্ডিয়া'-র ৭৬ শতাংশ স্বত্ব বিক্রি করার সিদ্ধান্ত নিল ভারত সরকার । লাগাতার বহু বছর ধরে লোকসানে চলছিল 'এয়ার ইন্ডিয়া'। মূলত সেই কারণেই এই পদক্ষেপ নিচ্ছে সরকার।
#নয়াদিল্লি: 'এয়ার ইন্ডিয়া'-র ৭৬ শতাংশ স্বত্ব বিক্রি করার সিদ্ধান্ত নিল ভারত সরকার । লাগাতার বহু বছর ধরে লোকসানে চলছিল 'এয়ার ইন্ডিয়া'। মূলত সেই কারণেই এই পদক্ষেপ নিচ্ছে সরকার। স্বত্ব বিক্রির ফলে ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্বও হস্তান্তরিত হবে। পাশাপাশি এই সংস্থার সহায়ক সংস্থা 'এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস'-এরও সম্পূর্ণ স্বত্ব বিক্রি করে দিচ্ছে সরকার।
'এয়ার ইন্ডিয়া' নিলামের ন্যূনতম মূল্য ৫,০০০ কোটি টাকা। স্বত্ব বিক্রির পর, সংস্থার বাজারে আর ৩৩,৩৯০ কোটি টাকা ঋণ থাকবে। যে স্বত্ব কিনবে, তাকেই এই টাকা শোধ দিতে হবে। বাকি ঋণ মেটাবে একটি গভর্নমেন্ট হোল্ডিং কোম্পানি। ২০১৬-১৭'র রিপোর্ট অনুযায়ী 'এয়ার ইন্ডিয়া'র মোট ঋণ ৪৫,৯২০ কোটি টাকা।
advertisement
advertisement
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে ক্রুদ্ধ মমতা। তিনি টুইট করেন-
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 28, 2018 7:06 PM IST