বিজেপি নেতা শত্রুঘ্ন-যশবন্তের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

Last Updated:

বিজেপির অন্দরে ফাটল ধরাতে নয়া কৌশল মুখ্যমন্ত্রীর ৷ ফেডারেল ফ্রন্ট গঠনে এবার নয়া পন্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা, যশবন্ত সিনহার সঙ্গে সম্পর্ক মজবুত করতে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

#নয়াদিল্লি : বিজেপির অন্দরে ফাটল ধরাতে নয়া কৌশল মুখ্যমন্ত্রীর ৷ ফেডারেল ফ্রন্ট গঠনে এবার নয়া পন্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা, যশবন্ত সিনহার সঙ্গে সম্পর্ক মজবুত করতে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি বুধবার বিজেপি নেতা অরুণ শৌরির সঙ্গেও উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়েনও ৷
লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ ইস্যু বিজেপি হঠাও ৷ বিজেপির উত্থানের ফর্মুলাতেই বিজেপিকে ক্ষমতাচ্যুত করার পথে মুখ্যমন্ত্রী ৷ একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার ফর্মুলাতে বিজেপির বিজয়রথে হ্রাস টানতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকালই বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ আজ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ বিজেপি দলের অন্দরে থেকেও যারা দলের নীতির বিরোধিতা করেন ৷ তাদের নিয়েই বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ৷
advertisement
বিজেপি নেতাদের ছাড়াও বৈঠক সপা দলের নেতা আজম খানের সঙ্গেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, বিজেপিকে রুখতে শক্তিশালি ফেডারেল ফ্রন্ট গঠন করতে চলেছেন মুখ্যমন্ত্রী ৷ ২০১৯ লোকসভা নির্বাচনে এই দলটিই লড়বে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিজেপি নেতা শত্রুঘ্ন-যশবন্তের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement