মায়ানমার সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন: বিশেষ তথ্যচিত্র রাত ৯টায় HISTORY TV18-এ

Last Updated:

এক ঘণ্টার এই বিশেষ অনুষ্ঠান ‘স্পেশ্যাল অপারেশনস ইন্ডিয়া: মায়ানমার’ দেখুন আজ (২৮ মার্চ) রাত ৯টায় শুধুমাত্র হিস্ট্রি চ্যানেলে ৷

#মুম্বই: মণিপুরের চান্দেল জেলায় ভারতীয় সেনাবাহিনীর কনভয়ে বড়সড় হামলা চালায়  জঙ্গিরা ৷ ৪ জুন,২০১৫-এর সেই ঘটনায় শহিদ হন ১৮ জন ভারতীয় সেনা ৷ গত এক দশকে উত্তর-পূর্ব ভারতে এটি অন্যতম বড় জঙ্গি হামলার ঘটনা ৷
১৮ সেনার বলিদানের বদলা অবশ্য ভালভাবেই নিয়েছিল ভারতীয় সেনাবাহিনী ৷ জঙ্গি দমনে প্যারাট্রুপারের বিশেষ ফোর্স পাঠানো হয় মায়ানমার সীমান্তে ৷ সেনাবাহিনীর ওই অপারেশন ছিল অন্যতম বড় অপারেশন ৷ যা ‘অপারেশন হট পারস্যুট’ নামে পরিচিত ৷ সেনার ওই বিশেষ অভিযান নিয়ে এবার তৈরি হয়েছে একটি তথ্যচিত্র ৷ যা দেখানো হবে HISTORY TV18 চ্যানেলে ৷ এক ঘণ্টার এই বিশেষ অনুষ্ঠান ‘স্পেশ্যাল অপারেশনস ইন্ডিয়া: মায়ানমার’ দেখুন আজ (২৮ মার্চ) রাত ৯টায় শুধুমাত্র  হিস্ট্রি চ্যানেলে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মায়ানমার সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন: বিশেষ তথ্যচিত্র রাত ৯টায় HISTORY TV18-এ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement