মায়ানমার সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন: বিশেষ তথ্যচিত্র রাত ৯টায় HISTORY TV18-এ
Last Updated:
এক ঘণ্টার এই বিশেষ অনুষ্ঠান ‘স্পেশ্যাল অপারেশনস ইন্ডিয়া: মায়ানমার’ দেখুন আজ (২৮ মার্চ) রাত ৯টায় শুধুমাত্র হিস্ট্রি চ্যানেলে ৷
#মুম্বই: মণিপুরের চান্দেল জেলায় ভারতীয় সেনাবাহিনীর কনভয়ে বড়সড় হামলা চালায় জঙ্গিরা ৷ ৪ জুন,২০১৫-এর সেই ঘটনায় শহিদ হন ১৮ জন ভারতীয় সেনা ৷ গত এক দশকে উত্তর-পূর্ব ভারতে এটি অন্যতম বড় জঙ্গি হামলার ঘটনা ৷
১৮ সেনার বলিদানের বদলা অবশ্য ভালভাবেই নিয়েছিল ভারতীয় সেনাবাহিনী ৷ জঙ্গি দমনে প্যারাট্রুপারের বিশেষ ফোর্স পাঠানো হয় মায়ানমার সীমান্তে ৷ সেনাবাহিনীর ওই অপারেশন ছিল অন্যতম বড় অপারেশন ৷ যা ‘অপারেশন হট পারস্যুট’ নামে পরিচিত ৷ সেনার ওই বিশেষ অভিযান নিয়ে এবার তৈরি হয়েছে একটি তথ্যচিত্র ৷ যা দেখানো হবে HISTORY TV18 চ্যানেলে ৷ এক ঘণ্টার এই বিশেষ অনুষ্ঠান ‘স্পেশ্যাল অপারেশনস ইন্ডিয়া: মায়ানমার’ দেখুন আজ (২৮ মার্চ) রাত ৯টায় শুধুমাত্র হিস্ট্রি চ্যানেলে ৷
Location :
First Published :
March 28, 2018 5:32 PM IST