At Risk Nations List: ‘রিস্ক’ তালিকায় আরও ৮টি দেশের নাম যোগ করল ভারত, যাত্রার আগে জেনে নিন

Last Updated:

India adds 8 new countries to ‘at risk’ list: ‘রিস্ক’ (At Risk Nations List) দেশের তালিকা আগেই তৈরি করেছিল ভারত ৷ যার মধ্যে ছিল ব্রাজিল, চিন, নিউজিল্যান্ড, ব্রিটেন, বটসওয়ানা, মরিশিয়াস, জিম্বাবোয়ে, তাঞ্জানিয়া, হং কং-এর মতো আরও বেশ কয়েকটি দেশ ৷ এবার সেই তালিকায় যুক্ত হল আরও আটটি দেশের নাম ৷

Photo: Siddhartha Sarkar
Photo: Siddhartha Sarkar
কলকাতা: করোনাকালে ইন্টারন্যাশনাল বিমানযাত্রা (International Air Travel) এখন আর আগের মতো সহজ নেই ৷ ভারত সরকার এখনও পর্যন্ত সব ইন্টারন্যাশনাল ফ্লাইট চালুর বিষয় সবুজ সঙ্কেত না দিলেও ‘এয়ার বাবল’-এর চুক্তি অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান পরিষেবা আপাতত চালু রয়েছে ভারতের ৷ তবে করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় ফের একবার বিপর্যস্ত আন্তর্জাতিক বিমানযাত্রা (India adds 8 new countries to ‘at risk’ list) ৷
আফ্রিকার দক্ষিণ অংশের দেশগুলিতে করোনার ‘ওমিক্রন’ (Omicron) ভ্যারিয়েন্ট ধরা পড়ার পরেই নড়েচড়ে বসেছিল গোটা বিশ্ব ৷ তবে এই ভাইরাস ছড়াতে খুব বেশি সময় লাগেনি ৷ প্রথমে আফ্রিকা ছাড়িয়ে ইউরোপ এবং পরে ভারত-সহ এশিয়ারও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই ভ্যারিয়েন্ট ৷ আর তার ফলে ফের একবার ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক বিমানযাত্রা ৷ সংক্রমণের ভয় ফের এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করতে ভয় পাচ্ছেন যাত্রীরা ৷ খুব প্রয়োজন ছাড়া অনেকেই এখন যেতে চাইবেন না ৷
advertisement
advertisement
‘রিস্ক’ (At Risk Nations List) দেশের তালিকা আগেই তৈরি করেছিল ভারত ৷ যার মধ্যে ছিল ব্রাজিল, চিন, নিউজিল্যান্ড, ব্রিটেন, বটসওয়ানা, মরিশিয়াস, জিম্বাবোয়ে, তাঞ্জানিয়া, হং কং-এর মতো আরও বেশ কয়েকটি দেশ ৷ এবার সেই তালিকায় যুক্ত হল আরও আটটি দেশের নাম ৷ সেগুলি হল কাজাখস্তান, ইথিওপিয়া, ঘানা, কঙ্গো, কেনিয়া, নাইজেরিয়া, তিউনিশিয়া এবং জাম্বিয়া ৷ সব মিলিয়ে ‘রিস্ক’ দেশগুলির তালিকা এখন অনেকটাই বড় ৷
advertisement
যদিও শুধুমাত্র এই দেশগুলিই নয় ৷ বিশ্বের অন্যান্য ‘নন-রিস্ক’ দেশগুলি থেকে ভারতে এসে পৌঁছনো যাত্রীদেরও বিমানবন্দরে করোনা পরীক্ষা হচ্ছে ৷ নিয়মমাফিক সবরকম পরীক্ষারই ব্যবস্থা করা হয়েছে ৷ সংক্রমণ আটকাতে বিমানবন্দরগুলিতে সবরকম ব্যবস্থাই করা হয়েছে ৷ আজ, মঙ্গলবার থেকে বিদেশ থেকে ভারতে আসা সব যাত্রীদেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর সাত দিন হোম কোয়ারেন্টাইনে থাকাটা বাধ্যতামূলক ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
At Risk Nations List: ‘রিস্ক’ তালিকায় আরও ৮টি দেশের নাম যোগ করল ভারত, যাত্রার আগে জেনে নিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement