At Risk Nations List: ‘রিস্ক’ তালিকায় আরও ৮টি দেশের নাম যোগ করল ভারত, যাত্রার আগে জেনে নিন

Last Updated:

India adds 8 new countries to ‘at risk’ list: ‘রিস্ক’ (At Risk Nations List) দেশের তালিকা আগেই তৈরি করেছিল ভারত ৷ যার মধ্যে ছিল ব্রাজিল, চিন, নিউজিল্যান্ড, ব্রিটেন, বটসওয়ানা, মরিশিয়াস, জিম্বাবোয়ে, তাঞ্জানিয়া, হং কং-এর মতো আরও বেশ কয়েকটি দেশ ৷ এবার সেই তালিকায় যুক্ত হল আরও আটটি দেশের নাম ৷

Photo: Siddhartha Sarkar
Photo: Siddhartha Sarkar
কলকাতা: করোনাকালে ইন্টারন্যাশনাল বিমানযাত্রা (International Air Travel) এখন আর আগের মতো সহজ নেই ৷ ভারত সরকার এখনও পর্যন্ত সব ইন্টারন্যাশনাল ফ্লাইট চালুর বিষয় সবুজ সঙ্কেত না দিলেও ‘এয়ার বাবল’-এর চুক্তি অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান পরিষেবা আপাতত চালু রয়েছে ভারতের ৷ তবে করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় ফের একবার বিপর্যস্ত আন্তর্জাতিক বিমানযাত্রা (India adds 8 new countries to ‘at risk’ list) ৷
আফ্রিকার দক্ষিণ অংশের দেশগুলিতে করোনার ‘ওমিক্রন’ (Omicron) ভ্যারিয়েন্ট ধরা পড়ার পরেই নড়েচড়ে বসেছিল গোটা বিশ্ব ৷ তবে এই ভাইরাস ছড়াতে খুব বেশি সময় লাগেনি ৷ প্রথমে আফ্রিকা ছাড়িয়ে ইউরোপ এবং পরে ভারত-সহ এশিয়ারও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই ভ্যারিয়েন্ট ৷ আর তার ফলে ফের একবার ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক বিমানযাত্রা ৷ সংক্রমণের ভয় ফের এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করতে ভয় পাচ্ছেন যাত্রীরা ৷ খুব প্রয়োজন ছাড়া অনেকেই এখন যেতে চাইবেন না ৷
advertisement
advertisement
‘রিস্ক’ (At Risk Nations List) দেশের তালিকা আগেই তৈরি করেছিল ভারত ৷ যার মধ্যে ছিল ব্রাজিল, চিন, নিউজিল্যান্ড, ব্রিটেন, বটসওয়ানা, মরিশিয়াস, জিম্বাবোয়ে, তাঞ্জানিয়া, হং কং-এর মতো আরও বেশ কয়েকটি দেশ ৷ এবার সেই তালিকায় যুক্ত হল আরও আটটি দেশের নাম ৷ সেগুলি হল কাজাখস্তান, ইথিওপিয়া, ঘানা, কঙ্গো, কেনিয়া, নাইজেরিয়া, তিউনিশিয়া এবং জাম্বিয়া ৷ সব মিলিয়ে ‘রিস্ক’ দেশগুলির তালিকা এখন অনেকটাই বড় ৷
advertisement
যদিও শুধুমাত্র এই দেশগুলিই নয় ৷ বিশ্বের অন্যান্য ‘নন-রিস্ক’ দেশগুলি থেকে ভারতে এসে পৌঁছনো যাত্রীদেরও বিমানবন্দরে করোনা পরীক্ষা হচ্ছে ৷ নিয়মমাফিক সবরকম পরীক্ষারই ব্যবস্থা করা হয়েছে ৷ সংক্রমণ আটকাতে বিমানবন্দরগুলিতে সবরকম ব্যবস্থাই করা হয়েছে ৷ আজ, মঙ্গলবার থেকে বিদেশ থেকে ভারতে আসা সব যাত্রীদেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর সাত দিন হোম কোয়ারেন্টাইনে থাকাটা বাধ্যতামূলক ৷
বাংলা খবর/ খবর/দেশ/
At Risk Nations List: ‘রিস্ক’ তালিকায় আরও ৮টি দেশের নাম যোগ করল ভারত, যাত্রার আগে জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement