ভয়ানক বিমান দুর্ঘটনা কোঝিকোড়ে ! আরব আমিরশাহির ভারতীয় দূতাবাস ঘোষণা করল হেল্পলাইন

Last Updated:

বিমানে ছিলেন বিমানকর্মী-সহ মোট ১৯১ জন ৷ ঘটনাস্থলে এক পাইলটের মৃত্যু হয়েছে। সন্ধ্যে ৭.৪০ মিনিট নাগাদ এদিন এই দুর্ঘটনাটি ঘটে।

#কোঝিকোড়: গত কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি ৷ দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে ৷ বিমানবন্দরে বিমান ওঠানামাতেও যথেষ্ট সমস্যা হচ্ছে ৷ তার মধ্যেই শুক্রবার ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা ৷ কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান ৷ দুবাই থেকে এদিন বিমানটি আসছিল ৷ এবং বিমানে ছিলেন বিমানকর্মী-সহ মোট ১৯১ জন ৷ ঘটনাস্থলে এক পাইলটের মৃত্যু হয়েছে। সন্ধ্যে ৭.৪০ মিনিট নাগাদ এদিন এই দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনার পর UAE-র ভারতীয় দুতাবাস জরুরি হেল্পলাইন নম্বর চালু করে। তারা শোক প্রকাশ করে জানায়, " এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট নম্বর IX 1344 , দুবাই থেকে কারিপু‌রের যাত্রা পথে ছিল। রানওয়েতে অবতরণের পর পিছলে যায়। এবং ভয়াবহ দূর্ঘটনা ঘটে। আমরা সব যাত্রীদের সুস্বাস্থ্য কামনা করি। যাত্রী এবং বিমানে থাকা সকলের পরবর্তী খোঁজ পাওয়া যাবে আমাদের হেল্প লাইন নম্বর, 056 546 3903(০৫৬ ৫৪৬ ৩৯০৩), 0543090572 (০৫৪৩০৯০৫৭২), 0543090572(০৫৩০৯০৫৭২), 0543090575 (০৫৪৩০৯০৫৭৫) -এ।"
advertisement
Air India Express-ও জরুরি হেল্পলাইন নম্বর চালু করেছে আরব আমিরশাহির(UAE) শারজাতে। এখানেও পাওয়া যাবে জরুরি তথ্য। (00971 6 5970303) ০০৯৭১৬৫৯৭০৩০৩ তাঁদের নম্বর। তবে এখনও আহতদের পুরো তথ্য পাওয়া যায়নি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভয়ানক বিমান দুর্ঘটনা কোঝিকোড়ে ! আরব আমিরশাহির ভারতীয় দূতাবাস ঘোষণা করল হেল্পলাইন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement